উপত্যকায় যৌথ বাহিনীর খানাতল্লাশি অভিযান, নিকেশ এক জঙ্গি

চিত্র: এএনআই।

জম্মু ও কাশ্মীরে সেনা ও পুলিশের যৌথ খানাতল্লাশি অভিযানে নিহত এক জঙ্গি। এছাড়াও উদ্ধার করা হয়েছে বেআইনি অস্ত্রশস্ত্রও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা এবং কুপওয়ারা অঞ্চলে।

সূত্র মারফৎ খবর, গত মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকেই জম্মু পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ বাহিনী খানাতল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চলতে থাকে বান্দিপোরা এবং কুপওয়ারা অঞ্চলে। বান্দিপোরার কেতসুনের জঙ্গলেও হতে থাকে তল্লাশি। নিরাপত্তাবাহিনীর লোকজন দেখামাত্রই জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদল তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দিতে থাকেন সেনারাও। চলতে থাকে প্রবল গোলাবর্ষণ। নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণনাশ হয় এক জঙ্গির। তবে, মৃত জঙ্গির সঙ্গে কোন জঙ্গি সংগঠনের যোগ ছিল, তা এখনও পর্যন্ত অধরা। অন্য কোনও জঙ্গি ওখানে গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তা দেখার জন্য নিরাপত্তাবাহিনির তল্লাশি অভিযান জারি রয়েছে।

অপরদিকে অভিযান চলতে থাকে কুপওয়ারা অঞ্চলেও। সূত্র মারফৎ জানা যায়, ওই এলাকাতেও অনেক জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। ওইখানেও তল্লাশি অভিযান বহাল থাকে যৌথ বাহিনীর। অভিযান চলাকালীন আচমকাই সেনাবাহিনীর উদ্দেশে গুলিবৃষ্টি করতে থাকে জঙ্গিরা। গুলির বদলে গুলি ফিরিয়ে দেন তাঁরা। তাতে প্রাণ হারায় এক জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার করা হয় অনেক অস্ত্রশস্ত্র।