রাজৌরি জেলার থানামান্ডি এলাকায় জঙ্গি-নিরাপত্তারক্ষী গুলির লড়াইয়ে এক জুনিয়র কমিশনড অফিসার শহিদ হয়েছেন। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানান, “আজ রাজৌরি জেলার থানামান্ডি এলাকায় জঙ্গি নিরাপত্তারক্ষী গুলির লড়াইয়ে রাষ্ট্রীয় রাইফেলসের এক জুনিয়র কমিশনড অফিসার শহিদ হয়েছে।
২ জন জুনিয়র কমিশনড অফিসার গুলির ঘায়ে গুরুতর জখম হয়েছিলেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদের মধ্যে একজন শহিদ হন। ওই এলাকাটি ঘিরে দিয়ে তল্লাশি চালানাে হচ্ছে’।
জঙ্গি গতিবিধির খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের যৌথবাহিনী কারয়ােতা কালাস এলাকায় তল্লাশি অভিযান চালায়। জওয়ানরা ওই এলাকায় জঙ্গিদের গােপন ঘাঁটির একেবারে কাছে পৌঁছতেই জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলােপাথারি গুলি চালাতে থাকে।
ডিজিপি দিলবাগ সিং জানান, এই জঙ্গিরা প্রত্যেকেই নতুন। নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গি লঞ্চ প্যাড থেকে জঙ্গিদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করানাে হচ্ছে। গত ৬ আগস্ট নিরাপত্তারক্ষীরা পাংগাই এলাকায় ২ জন জঙ্গিকে হত্যা করেছিল। রাজৌর সেক্টরে গত কয়েক সপ্তাহে একাধিক জায়গায় জঙ্গি দমন অপারেশন চালানাে হয়েছে’।