দিল্লির পাঁচতারা হােটেলে মহিলা ট্যুরিস্ট গাইডকে ধর্ষণের অভিযােগ, ধৃত ১

প্রতিকি ছবি (File Photo: iStock)

দিল্লির পাঁচতারা হােটেলে গণধর্ষণের অভিযোগ। এমন গুরুতর অভিযােগ করেছেন একজন মহিলা টুরিস্ট গাইড। জানা গিয়েছে মধ্য দিল্লির ইন্ডিয়া গেটের কাছে রয়েছে ওই পাঁচতারা হােটেলটি। কনট প্লেস মার্কেট থেকে মাত্র ২ কিলােমিটার দুরে হাই সিকিওরিটি জোনে থাকা ওই হােটেলে কীভাবে এই কাণ্ড ঘটলাে তা ভেবেই তাজ্জব পুলিশ কর্তারা। 

মােট ৬ জনের বিরুদ্ধে অভিযােগ জানিয়েছিলেন ওই মহিলা। তাদের মধ্যে ছিলেন এক মহিলাও। অভিযােগকারীনির বয়ান অনুযায়ী মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পলাতক বাকি পাঁচজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ দিল্লি পুলিশের কাছে অভিযােগ দায়ের করেন নির্যাতিতা ওই টুরিস্ট গাইড। পুলিশ জানিয়েছে, পাঁচতারা হােটেলের যে ঘরে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মহিলা টুরিস্ট গাইড অভিযােগ করেছেন সেটি বুক করা হয়েছিল দু’জন ব্যবসায়ীর নামে। 


নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তিনি টিকিট বুকিং এক্সিকিউটিভ হিসাবেও কাজ করেন। তবে সাময়িকভাবে অনেকটা টাকার দরকার ছিল তাঁর। মহিলার দাবি, অভিযুক্ত তাকে কম সুদে লােন পাইয়ে দেবে বলে ওই হােটেলে ডেকেছিল। 

নির্যাতিতার অভিযােগের ভিত্তিতে কনট প্লেস থানায় ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন নয়া দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার ঈশ সিঙঘল। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে মনােজ শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই মনােজ দিল্লির শেখ সরাই অঞ্চলের বাসিন্দা। এক মহিলা সহ বাকি পাঁচজন ফেরারের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।