• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

হনুমানকে সেরা কূটনীতিক বলে উল্লেখ করলেন জয়শংকর

দিল্লি, ৩ ফেব্রুয়ারি – হনুমানকে সেরা কূটনীতিক বলে উল্লেখ করলেন জয়শংকর। এই প্রথম নয়, এর আগে ইন্দোনেশিয়া সফরে গিয়ে এমন মন্তব্য করেছিলেন। আর তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ২০২৩ সালে জুলাই মাসে ইন্দোনেশিয়া সফরের সময় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন বিদেশ মন্ত্রী। সেখানে তিনি বলেছিলেন যে মহাভারত আর রামায়ণের তুলনা করলে, সেরা কূটনীতিক হচ্ছে হনুমান।

দিল্লি, ৩ ফেব্রুয়ারি – হনুমানকে সেরা কূটনীতিক বলে উল্লেখ করলেন জয়শংকর। এই প্রথম নয়, এর আগে ইন্দোনেশিয়া সফরে গিয়ে এমন মন্তব্য করেছিলেন। আর তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ২০২৩ সালে জুলাই মাসে ইন্দোনেশিয়া সফরের সময় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন বিদেশ মন্ত্রী। সেখানে তিনি বলেছিলেন যে মহাভারত আর রামায়ণের তুলনা করলে, সেরা কূটনীতিক হচ্ছে হনুমান।
 

তাঁর মতে, রামচন্দ্রের নির্দেশে একটা অজ্ঞাত স্থানে সীতার খোঁজে গিয়েছিলেন। সেখানে গিয়ে সীতাকে শুধু খুঁজে বার করেননি, ওই জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। কূটনীতিক দিক থেকে আগুন লাগানো সমর্থন না করা গেলেও, সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী হনুমানের এই কাজ সফল বলে দাবি করেছিলেন জয়শংকর।

প্রসঙ্গত, গণেশের মাথা প্লাস্টিক সার্জারি করে লাগানো হয়েছিল কিংবা মহাভারতের সময় ইন্টারনেট চালু থাকার পক্ষে মতপ্রকাশ করতে একাধিকবার শোনা গিয়েছিল বিজেপির শীর্ষ নেতাদের। এ নিয়ে দেশে শোরগোল পরে গেলেও, তা নিয়ে কর্ণপাত করেনি গেরুয়া শিবির। ফের হনুমানকে সেরা কূটনীতিক আখ্যা দিয়ে, নতুন বিতর্ক তৈরি করলেন বিদেশমন্ত্রী।