• facebook
  • twitter
Friday, 29 November, 2024

কেজরিওয়াল ভবনে স্বাতীর হেনস্তা শিকার আপের

দিল্লি, ১৪ মে– সোমবার খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্তা হয়েছেন বলে অভিযোগ করেছিলেন দলেরই সাংসদ স্বাতী মালিওয়াল৷ স্বাতী নিজেই পুলিশকে ফোন করে বলেন, তাকে মুখ্যমন্ত্রীর আদেশে তার সচিব মারধর করছেন৷ মঙ্গলবার আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের সেই অভিযোগ এবার মেনে নিল আম আদমি পার্টি৷ জানিয়ে দিল, দলের সুপ্রিমো

দিল্লি, ১৪ মে– সোমবার খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্তা হয়েছেন বলে অভিযোগ করেছিলেন দলেরই সাংসদ স্বাতী মালিওয়াল৷ স্বাতী নিজেই পুলিশকে ফোন করে বলেন, তাকে মুখ্যমন্ত্রীর আদেশে তার সচিব মারধর করছেন৷ মঙ্গলবার আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের সেই অভিযোগ এবার মেনে নিল আম আদমি পার্টি৷ জানিয়ে দিল, দলের সুপ্রিমো অভিযুক্ত বিবভ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করবেন৷
আপ নেতা সঞ্জয় সিং এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গতকাল স্বাতী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাডি়তে৷ তিনি ড্রয়িংরুমে অপেক্ষা করছিলেন৷ সেই সময় বিভব কুমার ওঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন৷ এটা অত্যন্ত নিন্দনীয় এক ঘটনা৷ কেজরিওয়াল বিষয়টি জানতে পেরেছেন৷ তিনি এবিষয়ে কড়া পদক্ষেপ করবেন৷”
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ একটি ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে৷ সেখানে ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল৷ বলা হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্তসহায়ক মারধর করেছেন তাঁকে৷ এমন অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ৷ তাঁদের সামনেও এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্বাতী৷ জানান, এ বিষয়ে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়৷ জানা যাচ্ছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিযোগ জানিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পডে়নি বলেই জানা গিয়েছে৷
এদিকে এই ইসু্যতে আপকে কাঠগড়ায় তুলে গেরুয়া শিবিরের প্রশ্ন, যে মুখ্যমন্ত্রীর ঘরে খোদ মহিলা কমিশনের প্রধান সুরক্ষিত নন, সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়? পাশাপাশি এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা কপিল মিশ্র লেখেন, ‘আজ সকালে কেজরির বাড়িতে স্বাতী কেন পুলিশ ডাকলেন? তাহলে কি তাঁর বাড়িতে স্বাতীকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক? এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর কার্যালয় কোনও বিবৃতি দেবেন? ঈশ্বর করুন এই খবর যেন মিথ্যা প্রমাণ হয়৷’