ওড়িশায় হবু স্বামীর সামনে যুবতীকে গণধর্ষণ, আটক তিন অভিযুক্ত

ওড়িশার নয়াগড় জেলার এক বনাঞ্চলে ২১ বছর বয়সী যুবতীকে তাঁর হবু স্বামীর সামনে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।এই ঘটনাটি ঘটে ওড়িশার নয়াগড় জেলায়। যদিও ঘটনাটি ঘটেছিল ২০ অক্টোবর সন্ধ্যায়, তবে বিষয়টি প্রকাশ্যে আসে যখন নির্যাতিতার পরিবার শুক্রবার ফতেগড় থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী তাঁর বাগদত্তার সঙ্গে ফতেগড়ের রাম মন্দির দর্শনের পর বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের পথ আটকে নেয় এবং জোরপূর্বক তাঁদেরকে বনাঞ্চলে টেনে নিয়ে যায়। সেখানে তাঁর বাগদত্তার গলায় ছুরি দেখিয়ে তাঁকে আটকে রাখা হয় এবং তাঁর সামনেই ওই যুবতীকে তিনজন মিলে গণধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে একজন এই গোটা ঘটনার ভিডিও তুলে রাখে এবং পরে সামাজিক মাধ্যমে আপলোড করে। সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নির্যাতিতা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বর্তমানে নির্যাতিতার বিবৃতি রেকর্ড করার প্রক্রিয়া চলছে, এবং তাঁর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।