উদ্ধবদের আর্জি মেনে শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

আস্থাভোটে স্থগিতাদেশের আবেদন খারিজ করলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নিয়োগ ঘিরে উদ্ধব ঠাকরে শিবিরের অনিয়মের অভিযোগের শুনানিতে সায় দিল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী শিন্ডে পদটি পেয়েছেন অসাংবিধানিক ভাবে।

এই অভিযোগেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী  উদ্ধব ঠাকরে। আগামী সোমবার ১১ জুলাই শীর্ষ আদালতে মামলার শুনানি হবে।

উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতা সুভাষ দেশাইয়ের আবেদনটি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর অবকাশকালীন বেঞ্চ শুক্রবার শুনানির জন্য গ্রহণ করেছে। তবে সোমবার কোন বেঞ্চে মামলার শুনানি হবে সে কথা জানায়নি দুই বিচারপতির বেঞ্চ


সুভাষের আইনজীবী দেবদত্ত কামথ শুক্রবার শীর্ষ আদালতকে জানান, শিন্ডে এবং তাঁর সহযোগী কয়েক জন বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক পদ খারিজের দাবির মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।

তাঁর অভিযোগ, সেই পরিস্থিতির মধ্যেও অসাংবিধানিক ভাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রিত্বের শপথবাক্য পাঠ করিয়েছেন শিন্ডেকে।ঘটনাচক্রে, শিন্ডে এবং তাঁর অনুগামী ১৫ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ককের পদ খারিজের আর্জি সংক্রান্ত মামলাটিরও আগামী সোমবারই শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে।

দলত্যাগ-বিরোধী আইনে শিন্ডে ও ১৫ জনের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে ওই মামলাটি করেছিলেন মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু। সুপ্রিম কোর্ট গত ২৭ জুন বলেছিল, বিক্ষুব্ধ বিধায়কদের পদ খারিজ সংক্রান্ত মামলার শুনানি ১১ জুলাই হবে। তত দিন পর্যন্ত দলত্যাগ-বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এর পরেই ৩০ জুন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি শপথবাক্য পাঠ করান শিন্ডেকে।