আবারও বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিতু ও শ্রাবন্তী।

কলকাতা:- সম্প্রতি ‘আমি আমার মতো’ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল। শ্রাবন্তী ও জিতু দুজনেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে তাদের অ্যাকাউন্টে পোস্ট করে নিজেদের নতুন কাজের কথা ঘোষণা করেন। বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিতু ও শ্রাবন্তী। তবে, এই প্রথম নয়। এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। জিতুর বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ-কে। এক বাবা ও ছেলের কাহিনি নিয়ে এই ছবিটি। ছেলে বিদেশে প্রেমিকার সঙ্গে থাকে। সে লিভ ইন করে। সে দেশে বাবা হাজির হতেই বাঁধল দ্বন্দ্ব। বাবা ও ছেলের সম্পর্কের অবনতি  হয়। বাবা ও ছেলের মধ্যে তৈরি হল মানসিক দূরত্ব। বাবা ও ছেলের সম্পর্ক ও দ্বন্দ্ব কীভাবে তারা সামলাবে তা নিয়েই এই ছবিটি। ৬ই জুলাই থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। ছবির কাহিনি অনুসারে বোঝা যাচ্ছে বিদেশে শ্যুটিং হতে পারে।  সম্পর্কের উত্থান-পতন নিয়ে তৈরি হবে এই ছবি। শুভজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। প্রফুল্লের চরিত্রে অভিনয় করবেন তিনি। সূত্রের খবর, এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, দেবী চৌধুরানী যেমন একাই একশ, আমর মনে হয় আমিও তেমন। আমি নিজের জীবনের সঙ্গে ওই ঐতিহাসিক চরিত্রকে রিলেট করে পারি। প্রফুল্ল যেমন দেবী চৌধুরানী হতে পেরেছিলেন, তাঁর জীবনে যেমন অনেক চাপ ছিল , পারিপার্শ্বিক সংকট ছিল, তার সঙ্গে সঙ্গে সে নিজেকে বদলাতে শিখেছে। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের নানান জটিলতার কথা সকলেরই জানা। তাঁর বিয়ে নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও তা নিয়ে যে নানান জটিলতা আছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আগামী ছবি ‘আমি আমার মতো’-ছবিতে তিনি তাঁর চরিত্রে কতটা  সাবলীল সেটাই দেখার বিষয়।