• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

অন্ধ্রে বড়সড় শিশুপাচার চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৫

অন্ধ্র প্রদেশে বড়সড় শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। তিন সদ্যোজাতকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই চক্রের পান্ডা সহ ৫ মহিলাকে গ্রেপ্তার করেছে তারা।

অন্ধ্র প্রদেশে বড়সড় শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ। তিন সদ্যোজাতকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই চক্রের পান্ডা সহ ৫ মহিলাকে গ্রেপ্তার করেছে তারা। তদন্তকারীদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে লক্ষ লক্ষ টাকায় নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করত অভিযুক্তরা। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। দেশের কোথায় কোথায় এই শিশুপাচার চক্রের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন বাগালাম সরোজিনী, শেখ ফারিনা, শেখ সৈদাবি, কোভভারুপা, ও পেডালা শিরিষা। এই চক্রের পান্ডা বাগালাম। তার বয়স ৩১। পুলিশ কমিশনার এসভি রাজাশেখরবাবু বলেন, বিজয়ওয়াড়ার বাসিন্দা ৩১ বছর বয়সি বাগালাম সরোজিনীর ইশারায় চলত গোটা চক্র। গত ছ’মাসে এভাবে ৭টি শিশুকে বিক্রি করেছিল অভিযুক্তরা। আরও চার জনকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।

নিঃসন্তান দম্পতিদের সঙ্গে যোগাযোগ করত চক্রের সদস্যরা। তারপর তাঁদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করত শিশুদের। দিল্লি, আহমেদাবাদ-সহ দেশের নানা প্রান্ত থেকে শিশু আনত অভিযুক্তরা। নিঃসন্তান দম্পতিদের বিশ্বাস অর্জন করতে ভুয়ো নথি ও সার্টিফিকেট দেখানো হত। একই সঙ্গে চক্রের সদস্যরা দাবি করত, যে শিশুদের তারা বিক্রি করছে তারা অনাথ। বাবা-মা কেউ-ই নেই তাদের। এর ফলে নিঃসন্তান দম্পতিদের মনে সহানুভূতির জন্ম হত।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে কীভাবে কোথা থেকে এই শিশুগুলিকে জোগাড় করত তারা। উদ্ধার হওয়া শিশুদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।