• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মোদি, অনেক পরে রাহুল-মমতা

দিল্লি, ২৯ ফেব্রুয়ারি– শুধু জনপ্রিয়তার নিরিখেই নয়, প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তিনি বিশ্বের তাবড়-তাবড় নেতাদের মাত দিয়েছেন৷ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা বিশ্বেই তিনি প্রতিষ্ঠিত ‘বিশ্বগুরু’ ভাবমূর্তিতে৷ মোদি জাদুতে যেন সবাই কুপোকাত৷ দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও তিনি রয়েছেন এক নম্বরে৷ আসন্ন লোকসভা ভোটে নরেন্দ্র মোদি বিজেপির প্রধান ও একমাত্র মুখ৷ সেই মুখের আরেক সাফল্য পেশ

দিল্লি, ২৯ ফেব্রুয়ারি– শুধু জনপ্রিয়তার নিরিখেই নয়, প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তিনি বিশ্বের তাবড়-তাবড় নেতাদের মাত দিয়েছেন৷ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা বিশ্বেই তিনি প্রতিষ্ঠিত ‘বিশ্বগুরু’ ভাবমূর্তিতে৷ মোদি জাদুতে যেন সবাই কুপোকাত৷ দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও তিনি রয়েছেন এক নম্বরে৷ আসন্ন লোকসভা ভোটে নরেন্দ্র মোদি বিজেপির প্রধান ও একমাত্র মুখ৷ সেই মুখের আরেক সাফল্য পেশ করল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ৷

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিচারে ‘এক্সপ্রেস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ানে’র তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর পদে থাকার সুবাদে মোদি দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উপরের দিকে থাকা প্রত্যাশিত৷ তবে সেই সঙ্গে ব্যক্তিগত ক্যারিশমাও তাঁকে শীর্ষস্থান পেতে সাহায্য করেছে৷ তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হল এই প্রভাবশালীদের এই তালিকায় প্রথম ১০ জনের অধিকাংশই বিজেপি নেতা৷ মোদির পর এই তালিকায় দু’নম্বরেই আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আরএসএস প্রধান মোহন ভাগবত রয়েছেন তিন নম্বরে৷ বিরোধীদের প্রধান মুখ রাহুল গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অনেক পরে৷

তালিকায় প্রথমবার নাম উঠে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি রয়েছেন ১৫ নম্বরে৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি রয়েছেন মমতারও পরে৷ ১৬ নম্বরে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন ১৮ নম্বরে৷ এস জয়শঙ্কর, রাজনাথ সিং, নির্মলা সীতারমণদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন বিরোধীদের উপরে৷ এমনকী যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মাদের মতো মুখ্যমন্ত্রীরাও রয়েছেন রাহুলদের উপরে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের প্রথম ২০ জনের তালিকা
১৷ নরেন্দ্র মোদি
২৷ অমিত শাহ
৩৷ মোহন ভাগবত
৪৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
৫৷ এস জয়শঙ্কর
৬৷ যোগী আদিত্যনাথ
৭৷ রাজনাথ সিং
৮৷ নির্মলা সীতারমণ
৯৷ জেপি নাড্ডা
১০৷ গৌতম আদানি
১১৷ মুকেশ আম্বানি
১২৷ পীযূষ গোয়েল
১৩৷ অশ্বিনী বৈষ্ণব
১৪৷ হিমন্ত বিশ্বশর্মা
১৫৷ মমতা বন্দ্যোপাধ্যায়
১৬৷ রাহুল গান্ধী
১৭৷ অজিত দোভাল
১৮৷ অরবিন্দ কেজরিওয়াল
১৯৷ শক্তিকান্ত দাস
২০৷ হরদীপ সিং পুরী