ইসলমাবাদ, ১০ জুন– চারদিন পর অবশেষে ঘুম ভাঙল প্রতিবেশি দেশ পাকিস্তানের৷ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীত্ব পাওয়ার সোমবার অবশেষে শুভেচ্ছা এল ওয়াঘার ওপার থেকে৷ রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোদি৷ তার পর সোমবার এক্স হ্যান্ডেলে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ উল্লেখ্য, এনডিএ নির্বাচনে জেতার পরে প্রায় চারদিন কেটে গেলেও পাকিস্তানের তরফে কোনও শুভেচ্ছাবার্তা পাঠানো হয়নি৷ যেখানে বহু রাষ্ট্র এই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে অনেক আগেই৷
সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেখেন, “প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন৷”
জওহরলাল নেহরুর পরে প্রথমবার কোনও প্রধানমন্ত্রী তিনবার শপথ নিয়েছেন৷ তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথগ্রহণ করেন মোদি৷ শপথগ্রহণের আগেই বহু রাষ্ট্রনেতাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই আমন্ত্রিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে৷ কিন্ত্ত প্রতিবেশী দেশ পাকিস্তান অভিনন্দন বার্তাটুকুও পৌঁছে দেয়নি ভারতকে৷ শপথ গ্রহণে আমন্ত্রিতদের তালিকাতেও ছিল না পাকিস্তান৷
যদিও পাকিস্তানের এই দেরি কেন তা নিয়ে ইসলামাবাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জহরা বালোচ শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমরা ওদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাই না৷ যেহেতু এখনও নতুন সরকার শপথগ্রহণও করেনি, তাই এখনও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতই ‘অকালীন’ হয়ে যাবে৷’
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ নিজেও৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি৷ এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য় শাহবাজ শরিফকে অনেক অভিনন্দন৷ দুদিন কেটে যাওয়ার পর সেই বার্তার জবাব দিয়েছিলেন শাহবাজ৷