• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

আগামীকাল জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

নিউ দিল্লি, ১ জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামীকাল একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই ডাকা হয়েছে। এখানকার আইন শৃঙ্খলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার বিকালে রাজধানী দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, এই কেন্দ্র শাসিত অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার

নিউ দিল্লি, ১ জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামীকাল একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই ডাকা হয়েছে। এখানকার আইন শৃঙ্খলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার বিকালে রাজধানী দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, এই কেন্দ্র শাসিত অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। আলোচনা করা হবে ইউএপিএ-র যথাযত প্রয়োগ নিয়েও।

সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যসচিব অটল দুল্লু এবং পুলিশের ডিরেক্টর জেনারেল আর আর সোয়াইন। এছাড়া এই বৈঠকে বিশেষভাবে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা।