• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

বিধানসভায় ওয়াকফ বিলের পাল্টা বিল আনতে চলেছে রাজ্য

কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াকফ বিল এনেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াকফ বিল এনেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ওয়াকফ বিল নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল নিয়ে দলের অবস্থান সংখ্যালঘুদের মধ্যে প্রচার করার কাজ করছে তৃণমূল কংগ্রেস। প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু পরে জানা যায়, প্রস্তাব নয়, পাল্টা একটি বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিধানসভার সচিবালয় ও রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার বিষয়বস্তু মন্ত্রীমন্ত্রীকে জানানো হয়েছে। পাল্টা বিল আনার বিষয়ে সুবজ সংকেত দিয়েছে তৃণমলের পরিষদীয় দল। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবিষয়ে জানান, বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকের পরেই এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে।

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, আগামী সোমবার শোকপ্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন সেদিনের মতো মুলতুবি হবে। মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনতে চলেছে শাসকদল। ওই আলোচনা পর্ব মিটলেই ওয়াকফ সংক্রান্ত বিল আনবে রাজ্য। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, ওয়াকফ বিলটি কোনও সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিধানসভায় পেশ করানো যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। বিষয়টি বিজেপির কানেও গিয়েছে। সূত্রের খবর, ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়কেরা।