অবশেষে রবিবার ছুটির দিনে আকাশে দেখা দিল চাঁদ। চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল মুন সাইটিং কমিটির চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি। সেজন্য ভারতে আজ সোমবার সাড়ম্বরে খুশির ইদ উৎসব বা ইদ-উল-ফিতর। রবিবার সন্ধ্যায় পবিত্র চাঁদের দেখা মিলতেই কলকাতার নাখোদা মসজিদ সোমবার ইদের দিন ঘোষণা করেছে। এ ব্যাপারে মৌলানা খালিদ রশিদ বলেন, ‘রবিবার সন্ধ্যায় ভারতের আকাশে পবিত্র চাঁদ দেখা গিয়েছে। সোমবার দেশ জুড়ে পালিত হবে ইদ-উল-ফিতর। লখনৌতে সকাল ১০টায় পড়া হবে ইদের নমাজ।’
প্রসঙ্গত পবিত্র ইদ-উল-ফিতর ঘোষণার সঙ্গে সঙ্গেই রমজান মাসের সমাপ্তি ঘটে। ‘ইদ’-এর অর্থ ‘উৎসব’ এবং ‘ফিতর’-এর অর্থ ‘উপোস ভাঙা’। ইদ-উল-ফিতর মুসলিমদের কাছে খুশির পরব। একমাসের রোজা ভেঙে উৎসব পালন করা হয় ইদ-উল-ফিতরের দিন। এবছর ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। আর রবিবার ইদ-উল-ফিতর ঘোষণার সঙ্গেই রমজান মাস শেষ হয়েছে। পরের দিন থেকে শাওয়াল মাস। ইসলামিক লুনার ক্যালেন্ডার অনুযায়ী যাকে দশম মাস বলা হচ্ছে। সেই শাওয়াল মাসের প্রথম দিন ইদ-উল-ফিতর উদযাপন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। সেজন্য রবিবারেই ইদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।
প্রথা অনুযায়ী, রমজান মাসে প্রায় ত্রিশ দিন নিষ্ঠা ভরে রোজা রাখার পর আকাশে বাঁকা চাঁদ ওঠার অপেক্ষায় থাকেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। সেই চাঁদের দেখা মিললেই রমজান মাসের সমাপ্তি ঘটে এবং পরের দিন পবিত্র ইদ উৎসব পালন করা হয়।
তবে সৌদি আরবে রবিবারেই ইদ উৎসব পালিত হয়েছে। কারণ সেখানে শনিবারেই চাঁদের দেখা মিলেছে। কিন্তু ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদের দেখা পাওয়া গিয়েছে একদিন পরে। সেজন্য ভারত সহ প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানে সোমবারেই পবিত্র ইদ উৎসব পালিত হবে।