• facebook
  • twitter
Monday, 7 April, 2025

অনুপস্থিত বিধায়কদের নিয়ে আলোচনায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি

৮ তারিখ মঙ্গলবার বসবে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত থাকবেন। উপস্তিত থাকবেন চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়

আগামী ৮ তারিখ মঙ্গলবার বসবে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত থাকবেন। উপস্তিত থাকবেন চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তার নেতৃত্বে মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য নির্মল ঘোষ ও কমিটির অন‍্য সদস্যেরা, বৈঠক করবেন। অনুপস্থিত নামের তালিকা তৈরি করেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। হুইপ জারি করা সত্ত্বেও কেন অনুপস্থিত সদস্যরা,  তা নিয়ে দলের অন্দরে শৃঙ্খলা নিয়ে এবার আরও কড়া তৃণমূল।

মুখ্যমন্ত্রীর হুইপ জারি সত্ত্বেও অনুপস্থিত প্রায় ৫০ বিধায়ক। সেই জন্যই অনুপস্থিত বিধায়কদের নিয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আলোচনায় স্থির করা হয়েছে হাজির না হওয়া বিধায়কদের ডেকে পাঠানো হবে। প্রত্যেককেই সশরীরে হাজির থেকে জবাব দিতে হবে। পরিষদীয় আচরণ যাঁরা মানলেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাই নেওয়া হবে। বিধানসভার  সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে  শেষ দু’দিনে বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে ‘তিন লাইনের হুইপ’ জারি করেছিল তৃণমূল পরিষদীয় দল।

দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় সিংহ ভাগ বিধায়ক এই আলোচনায় উপস্হিত থাকলেও যে ৫০ জন বিধায়ক উপস্থিত থাকেননি তাদের জন্যই কড়া পদক্ষেপ নেবার জন্য বিধানসভায় বৈঠকে করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্য সচেতক নির্মল ঘোষ।