• facebook
  • twitter
Saturday, 16 November, 2024

২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু 

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে ২৫ নভেম্বর।  এই অধিবেশনে কয়েকটি নতুন বিল আনতে পারে রাজ্য সরকার। এই অধিবেশনে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনতে পারে রাজ্য সরকার। পাশাপাশি ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। এর আগে বিধানসভার বিশেষ অধিবেশন বসেছিল গত সেপ্টেম্বর মাসে।

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে ২৫ নভেম্বর।  এই অধিবেশনে কয়েকটি নতুন বিল আনতে পারে রাজ্য সরকার। এই অধিবেশনে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনতে পারে রাজ্য সরকার। পাশাপাশি ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। এর আগে বিধানসভার বিশেষ অধিবেশন বসেছিল গত সেপ্টেম্বর মাসে। শেষ বিধানসভার বিশেষ অধিবেশন মূলত হয় আরজি করের ঘটনার আবহে। এই অধিবেশনেই রাজ্য সরকার ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ‘অপরাজিতা’ বিল পাশ করেছিল।ফলে আলোচনা হতে পারে অপরাজিতা বিল নিয়েও। কারণ সেই বিল এখনও রাষ্ট্রপতির কাছ থেকে সই হয়ে এসে পৌঁছয়নি। 

 
আবাস যোজনার পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার এই দুই প্রকল্প নিয়ে একটি ইতিবাচক প্রস্তাব বিধানসভায় আনতে পারে রাজ্য সরকার। রবিবার একদিনের সফরে কলকাতায় এসেছিলেন অমিত শাহ।  সেই সময় তিনি বলেন, বিজেপিকে ক্ষমতায় আনলে তাঁরা একশো দিনের কাজের পাই পয়সার হিসেব দেবেন। অন্যদিকে আবাস যোজনার সমীক্ষা ঘিরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বিক্ষোভ চলছে। সেই সমীক্ষার রিপোর্ট আবার মূল্যায়নের নির্দেশ দিয়েছে নবান্ন। 
 
সব মিলিয়ে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন উত্তাল হতে পারে শাসক-বিরোধী দ্বন্দ্বে। নভেম্বর মাসের ২৫ তারিখ অধিবেশন শুরু হলে তা চলতে পারে সাত থেকে দশ দিন।  থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ইতিমধ্যেই অধিবেশনে আলোচনার জন্য বিভিন্ন দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।  এরপরেই ঠিক হবে কোন বিল উত্থাপন করা হবে। অধিবেশনে রাজ্যের উন্নয়নমুখী কাজের রূপরেখা তুলে ধরা হতে পারে বলে আভাস মিলেছে।