• facebook
  • twitter
Saturday, 11 January, 2025

ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার ১

বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় এনআইএ-এর হাতে গ্রেপ্তার আরও এক। মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল।

প্রতীকী চিত্র

ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় এনআইএ-এর হাতে গ্রেপ্তার আরও এক। মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত মোহন মণ্ডল। পলাতক মোহনের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নবকুমার মণ্ডল ও শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে।

২০২৩ সালের ১ মে বাকচার গোড়ামহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয়কে বাড়ির কাছ থেকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধেই দায়ী করে গেরুয়া শিবির। বিজয়ের স্ত্রী লক্ষ্মীরানি বাকচা অঞ্চল তৃণমূল সভাপতি মনোরঞ্জন হাজরা-সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়না থানার পুলিশ অভিযুক্ত ৯ জনকে করেছিল।

পরবর্তী চার্জশিট থেকে কয়েকজনের নাম বাদ দেয় পুলিশ। ফলে বেশ কয়েকজন আদালতে জামিন পেয়ে যান। এই পরিস্থিতিতে পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থা হয় বিজেপি নেতার পরিবার। ২০২৪ সালের এপ্রিলে বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটির তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দেন।