• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

বিহারের চেয়েও বেশি ছট পুজো হয় বাংলায়: মমতা

ছটপুজো মূলত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে হলেও গত দুই দশক ধরে পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পুজো অনুষ্ঠিত হচ্ছে। সরকার এব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কলকাতার তক্তা ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছট পুজোয় বিহারের চেয়েও এগিয়ে বাংলা। বৃহস্পতিবার ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বন্দর সংলগ্ন তক্তাঘাটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিহারের চেয়েও বেশি ছট পুজো বাংলায় হয়। এখানে আমরা কোনওরকম বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না। আমরা সমস্ত ধর্মকেই ভালবাসি। এখানে সবাই সব ধর্মের উৎসবকে নিজেদের উৎসব বলে মনে করে। আমরা নিজেদের মতো করে তা পালনও করি। এরাজ্যে চিরকাল এই পরম্পরা বজায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার ছট পুজোতে দু’দিন ছুটি দিয়েছে। যাতে আপনারা ভালভাবে পুজো করতে পারেন।’ এদিকে মুখ্যমন্ত্রী ছটপুজো নিয়ে এতটাই আবেগতাড়িত যে, তিনি এই পুজো নিয়ে একটি গানও লিখে ফেলেছেন। বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা। সেখানে তিনি কথা প্রসঙ্গে নিজেই বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, ছটপুজো মূলত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে হলেও গত দুই দশক ধরে পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পুজো অনুষ্ঠিত হচ্ছে। সরকার এব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই ছট পুজোকে কেন্দ্র করে গঙ্গার ঘাটগুলিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সতর্কবাণী, ‘পুজোর জন্য ঘাটে একদম তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে ঘাটের দিকে যাবেন। কোনও দুর্ঘটনা যেন না ঘটে, সেদিকে সকলকেই নজর রাখতে হবে।’ পাশাপাশি, ছট পুজো উপলক্ষ্যে সকলকে অভিনন্দন জানান মমতা। তিনি বলেন, ‘সকলে মিলে উৎসবে সামিল হোন। তবে কোথাও যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।’