• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

মমতা যথেষ্ট সক্ষম, অভিষেক আমাদের সন্তানসম; হুমায়ুনের মন্তব্যে জবাব ফিরহাদের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে ভোটে জিতে দেখাক।’

ফিরহাদ হাকিম (File Photo: IANS)

শাসক দলের অন্দরে নেতাদের মধ্যে মতের অমিল হতে দেখা গিয়েছে অনেকবার। প্রকাশ্যে ভিন্ন সুরে কথা বলে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছেন ঘাস-ফুল শিবিরের নেতারা। তবে এবার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে উপ-মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী করার দাবি জানিয়ে সোমবার ফের শোরগোল ফেলে দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার নাম না-করে তাঁকে তীব্র কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে ভোটে জিতে দেখাক।’

সোমবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দাবি করে বলেন, ‘এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসনে অভিষেক হওয়া দরকার।’ অভিষেককে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক বলে দাবি জানান হুমায়ুন। তাঁর মতে, অভিষেককে দায়িত্ব দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে ভার লাঘব হবে এবং এতে সাধারণ মানুষও উপকৃত হবেন। বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যের বিরোধিতা করে মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন, ‘যারা বড় বড় কথা বলছেন, তাঁদের বলবো মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচন জিতে দেখান। মমতা ব্যানার্জি একজন বলিষ্ঠ নেত্রী। তিনি এখনও সব দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম।’

অভিষেকের ব্যাপারে কথা বলতে গিয়ে এদিন ফিরহাদ বলেন, ‘অভিষেক আমাদের সন্তান। ও যথা সময়ে হাল ধরবে।’ পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সংযোজন, ‘একটা-আধটা অপরাধমূলক ঘটনা সব সময় ছিল। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থশংকর রায়ের সময়ও ছিল। কলকাতা ভারতের সব থেকে নিরাপদ শহর হিসবে স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়েই। দলনেত্রী যথেষ্ট সক্ষম। এই ব্যাপারে কাউকে মাথা ঘামাতে হবে না।’

শাসক দলের অন্দরের কোলাহল বার বার প্রকাশ্যে চলে আসায় দলের শীর্ষ নেতৃত্বে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। তবে কি দল অন্দরে বিভক্ত হয়ে যাচ্ছে? ভবিষ্যতে কোন পথে এগোবে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল।