• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

পঙ্কজের তুলির টানে প্রাণবন্ত টালিগঞ্জ করুণাময়ী মন্দিরের মাতৃমূর্তি

টানা কয়েক ঘন্টা মেকআপ করে তৈরি করেছেন মানুষকে সাজিয়ে মা কালী ও মহাকাল বিগ্রহ।

তুলির টানে প্রাণবন্ত মা তারা৷ কালীপুজোর আগে বড়ো চমক মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাসের। এ যে প্রাণবন্ত মাকালী। করুণাময়ী কালীমন্দিরের কথা আমরা সবাই জানি। মায়ের দর্শন থেকে মায়ের পুজোতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে টালিগঞ্জ করুণাময়ী কালীমন্দিরে। এবারে সেই কালীমন্দিরের ইতিহাস নিয়ে নতুনভাবে কাজ করলেন মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাস।

মানুষকে নিজের তুলির টানে একেবারে মিলিয়ে তৈরি করলেন মা কালীর মূর্তি। মেকআপ দিয়ে সাজিয়ে তৈরি করেছেন এই মূর্তি৷ যে মূর্তি দেখে আনন্দিত ও অবাক টালিগঞ্জ করুনাময়ী কালীমন্দিরের প্রত্যেক দর্শনার্থী। টানা কয়েক ঘন্টা মেকআপ করে তৈরি করেছেন মানুষকে সাজিয়ে মা কালী ও মহাকাল বিগ্রহ। যে মূর্তি দেখে বলা মুস্কিল আসল মা কালী নাকি মেকআপ করা মানুষকে সাজিয়ে মূর্তি।

Advertisement

শিল্পী পঙ্কজ বিশ্বাস জানান,’বহুদিন থেকে ইচ্ছা ছিল মা কালির প্রজেক্ট নিয়ে কাজ করার। টুলির টানে মা কালীকে প্রাণবন্ত করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকে এই প্রচেষ্টা। ভালো লাগছে এই প্রজেক্টটা সবার ভালো লেগেছে দেখে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

Advertisement

Advertisement