• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

ভেন্টিলেশনে ‘কালীঘাটের কাকু’

সকালে পছন্দের বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণকে স্থানান্তরের জন্য বিচার ভবনে আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি জানান, আলিপুরের ওই হাসপাতালে এর আগেও সুজয়কৃষ্ণের চিকিৎসা হয়েছে।

ভেন্টিলেশনে রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সোমবার সকালে হঠাৎ প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে তিনি সংজ্ঞা হারান। হৃদযন্ত্র সংক্রান্ত অসুস্থতার জেরেই তিনি জ্ঞান হারান বলে সূত্রের খবর। সকালেই অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখান থেকে তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রের খবর, সুজয়কৃষ্ণকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সোমবার সকালে পছন্দের বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণকে স্থানান্তরের জন্য বিচার ভবনে আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি জানান, আলিপুরের ওই হাসপাতালে এর আগেও সুজয়কৃষ্ণের চিকিৎসা হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। অপরদিকে ইডির আইনজীবী আদালতে জানান, এক্ষেত্রে অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি দেখা প্রয়োজন। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক নির্দেশ দেন, চিকিৎসার প্রয়োজন হলে নিরাপত্তা দিয়ে যেন সুজয়কৃষ্ণকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশকে তাঁর নিরাপত্তার বিষয়টা দেখার নির্দেশ দেন বিচারক।