• facebook
  • twitter
Thursday, 5 December, 2024

বছরে দু কোটি টাকারও বেশি বেতনের অফার আইআইটি খড়্গপুরের ছাত্রকে

প্লেসমেন্টে অংশ নিয়েছে অ্যাপল, ক্যাপিটাল ওয়ান, গুগল, মাইক্রোসফট, ডেটা ব্রিকস এর মত সংস্থা।

আইআইটি খড়গপুর। ফাইল চিত্র।

২০২৪-২৫ প্লেসমেন্টে বছরের দু কোটি টাকারও বেশি বেতনের অফার পেলেন আইআইটির এক ছাত্র। আইআইটি সূত্রে জানা গিয়েছে, বছরে কোটি টাকারও বেশি বেতনের অফার পেয়েছেন ১১ জন ছাত্র। সর্বোচ্চ ২.১৪ কোটি টাকার অফার পেয়েছেন একজন ছাত্র। ১ ডিসেম্বর থেকে এই প্লেসমেন্ট শুরু হয়েছে। এখনো পর্যন্ত ৭৫০ টিরও বেশি চাকরির অফার পেয়েছেন ছাত্ররা। এর মধ্যে আন্তর্জাতিক অফারের সংখ্যা ৯টি। সফটওয়্যার, এনালিটিক্স, ফিনান্স, ব্যাংকিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিংয়ে এইসব চাকরির অফার পেয়েছেন খড়গপুর আইআইটির ছাত্ররা। প্লেসমেন্টে অংশ নিয়েছে অ্যাপল, ক্যাপিটাল ওয়ান, গুগল, মাইক্রোসফট, ডেটা ব্রিকস এর মত সংস্থা।

খড়গপুর আইআইটির ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি বলেন, ‘প্লেসমেন্ট সিজন এখন মন্থর। তা সত্ত্বেও খড়গপুর আইআইটির ছাত্ররা প্রথম দিনেই ৭৫০টিরও বেশি অফার পেয়েছে । আইআইটির পড়াশোনার ক্ষেত্রে সুনামই প্লেসমেন্টে সাফল্যের মূলমন্ত্র । আমাদের প্রতিষ্ঠানের উপর বাণিজ্য সংস্থাগুলির আস্থাই প্লেসমেন্টের সাফল্যের অন্যতম কারণ।’ আইআইটির কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি বলেন, ‘বিভিন্ন ধরনের সংস্থার অংশগ্রহণ এই বিপুল পরিমাণ প্লেসমেন্টের অন্যতম কারণ।’