• facebook
  • twitter
Friday, 15 November, 2024

আমার বিরুদ্ধে ক্ষোভ থেকে দল ছেড়ে থাকলে ফিরে আসুন : প্রদেশ কংগ্রেস সভাপতি 

শুভঙ্কর সরকার বলেন, 'রাজ্যের অনেক কর্মী সমর্থকই অভিমানে, ক্ষোভে দল ছেড়ে চলে গিয়েছেন। অথবা রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। সেই সকল কংগ্রেস অনুগামীদের খোলা মনে কংগ্রেসে ফেরার আহ্বান জানাচ্ছি।'

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ফাইল চিত্র

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ নভেম্বর রাজ্যের প্রতিটি ব্লকের বাজারগুলিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস কমিটি। সোমবার বিধানভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। জানা গিয়েছে, ওই দিন সকাল সাড়ে ৮ টা নাগাদ এই প্রতিবাদ কর্মসূচি করা হবে। পাশাপাশি যে সকল কর্মী সমর্থকরা তাঁর উপর ক্ষোভ দেখিয়ে দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের সকলকে ফের দলে যোগদানের আহ্বান জানান তিনি। রাজ্যজুড়ে ঘটে চলা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা নিয়েও এদিন সরব হন শুভঙ্কর। আবাস প্রকল্পে রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি।
এদিন শুভঙ্কর সরকার বলেন, ‘রাজ্যের অনেক কর্মী সমর্থকই অভিমানে, ক্ষোভে দল ছেড়ে চলে গিয়েছেন। অথবা রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। সেই সকল কংগ্রেস অনুগামীদের খোলা মনে কংগ্রেসে ফেরার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আমার বিরুদ্ধে ক্ষোভে কেউ দল ছেড়ে থাকলে অথবা রাজনীতি থেকে দূরে সরে গিয়ে থাকলে তাঁদেরও কংগ্রেসে ফিরে আসার জন্য আহ্বান করছি। আপনাদের মতো অনুরাগীদের কংগ্রেসে প্রয়োজন রয়েছে। কারণ কংগ্রেসই পারে এই রাজ্য এবং দেশকে বাঁচাতে। এই সংগ্রামে আপনাদের প্রত্যেককে আজ প্রয়োজন।’
রাজ্যজুড়ে ঘটতে থাকা একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা সামাজিক ব্যাধির আকার নিয়েছে বলে মনে করেন শুভঙ্কর। এই সব ঘটনায় পুলিশ প্রশাসন নির্বিকার রয়েছে বলেও এদিন অভিযোগ তুলেছেন তিনি। এই আবহে রাজ্যজুড়ে অবিলম্বে সব দল ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে নারীদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় স্তরে গণ সচেতনতা শিবির করার দাবি জানায় প্রদেশ কংগ্রেস। এই কারণে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বৈঠক ডাকারও দাবি তুলেছেন শুভঙ্কর।
পশ্চিমবঙ্গে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন প্রদেশ সভাপতি। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের দোষারোপের ঠেলায় সমস্যায় পড়ছেন সাধারণ গরিব মানুষ। তাঁরা আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে যাদের প্রয়োজন নেই তাঁরা এই সুযোগ ভোগ করছেন। শাসক দলের নেতা-মন্ত্রীদের নির্দেশেই এসব দুর্নীতি চলছে। গরিব মানুষের ঘরের বিনিময়ে চলছে কাটমানির খেলা। শুভঙ্কর এদিন বলেন, ‘আমাদের দাবি আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারকে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।’