• facebook
  • twitter
Monday, 13 January, 2025

পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ ডলার ও বাংলাদেশি টাকা

বিরাট সাফল্য বিএসএফের। পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও বাংলাদেশি টাকা। ভারত-বাংলাদেশ সীমান্তের ঝিকরি থেকে বিদেশি নোটগুলি উদ্ধার করেছেন বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ন।

ফাইল ছবি

বিরাট সাফল্য বিএসএফের। পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও বাংলাদেশি টাকা। ভারত-বাংলাদেশ সীমান্তের ঝিকরি থেকে বিদেশি নোটগুলি উদ্ধার করেছেন বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ন। উদ্ধার হওয়া আমেরিকান ডলারের পরিমাণ এক লক্ষ তিন হাজার ৮০০। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা। এছাড়াও এক লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ঘন কুয়াশার সুযোগ নিয়ে বিদেশি নোটগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। কিন্তু বিএসএফের তৎপরতায় পাচার সম্ভব হয়নি। জওয়ানদের দেখে ব্যাগ ফেলেই দৌড় দেন পাচারকারীরা। দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিওপি থেকে টাকা ভর্তি ব্যাগটি উদ্ধার হয়। পাচারকারীরা অবশ্য কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত এলাকা ছাড়ে।

সীমান্ত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় যে আন্তর্জাতিক স্তরের বড় কোনও চক্র সক্রিয় রয়েছে তা একপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাচারকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়।