• facebook
  • twitter
Sunday, 17 November, 2024

কালীপুজোর রাতে পাহারা দেবে পাঁচ হাজার পুলিশ, গঙ্গার ঘাটে মোতায়েন ডুবুরিও

কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ বুধবার থেকেই রাতের শহরে শুরু হবে অতিরিক্ত নজরদারি। সেক্ষেত্রে তৈরি করা হয়েছে প্রায় পাঁচশোটি পুলিশ পিকেট।

তিথি মেনে শারদোৎসব শেষ হলেও বাঙালি মনে শেষ হয়নি পুজোর আমেজ। তার কারণ, আগামীকাল বৃহস্পতিবার কালীপুজো। শক্তি আরাধনায় মেতে ওঠে গোটা শহর। তাই কালীপুজোর রাতে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে নজর থাকছে কলকাতা পুলিশের।
বর্তমানে শহরে ছোট বড় মিলিয়ে প্রায় হাজার তিনেকের কাছাকাছি শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। মূলত অমাবস্যা ছাড়া যেহেতু কালীপুজো হয় না, তাই রাতের শহরে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। সেই কারণে রাতের শহরে সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের সঙ্গে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই রাজপথে নামানো হবে পাঁচ হাজার পুলিশকর্মীকে। একই সঙ্গে নজরদারি চালাবেন ডিসিরাও। কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ বুধবার থেকেই রাতের শহরে শুরু হবে অতিরিক্ত নজরদারি। সেক্ষেত্রে তৈরি করা হয়েছে প্রায় পাঁচশোটি পুলিশ পিকেট। নিরাপত্তায় জোর দিতে শহরের সমস্ত থানাকেও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মোতায়েন থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান। এ ছাড়া, সারা বছরের মতো কালীপুজোর রাতেই শহরে প্রখর নজর রাখবে কলকাতা পুলিশের মোবাইল প্রেট্রোলিং টিম। অন্যদিকে শহরের বহুতলের উপর থেকে যেন বিপজ্জনক ভাবে বাজি ফাটানো না হয়, সে দিকেও নজর থাকবে কলকাতা পুলিশের।
প্রতি বছর পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে শহরের একাধিক গলিতে চলে নিষিদ্ধ বাজির রমরমা। সেদিকেও এবার নজর দিচ্ছে কলকাতা পুলিশ। শহরের ছোট গলি, যেখানে পিসিআর ভ্যান ঢুকতে পারবে না, সেখানে অটোরিক্সা করে প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কালীপুজোর রাতে ভিড় জমে শহরের গঙ্গা ঘাটগুলিতে। সেক্ষেত্রে গঙ্গার ঘাটের নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, শহরের প্রতিটি ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই সঙ্গে থাকবে পুলিশের টহলদারি। পাশাপাশি, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হচ্ছে ডুবুরি এবং স্পিড বোট।