• facebook
  • twitter
Friday, 10 January, 2025

‘সেবাশ্রয়’ প্রকল্পে সুফল পাচ্ছেন আট থেকে আশি

রবিবার থেকে সোমবার দফায় দফায় কঠিন রোগে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন শিবিরের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। সেই তালিকায় রয়েছে আট থেকে আশি।

নিজস্ব চিত্র

সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পে প্রতিদিন বিনামূল্যের স্বাস্থ্যশিবিরগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। এমনকী দুয়ারে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশির অশ্রু সাধারণ দরিদ্র মানুষের চোখে। বৃহস্পতিবার থেকে সোমবার টানা পাঁচদিন ধরে তাই চাক্ষুষ করলেন ডায়মন্ড হারবারের মানুষ। ‘সেবাশ্রয়’ বাস্তবায়নের মধ্য দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন, পরিবর্তনের বীজ নিহিত থাকে সমাজের তৃণমূল স্তরেই। তাঁর ভাষায়, ‘মানুষের উৎসাহ এবং আমাদের প্রচেষ্টার ঐক্যবদ্ধ মেলবন্ধন ঘটেছে এই সেবাশ্রয়ে। প্রকৃত অর্থে পিপল-ফার্স্ট গভর্ন্যান্সের একটি নিদর্শন আমরা প্রতিষ্ঠা করছি।’ সেবাশ্রয়ের চতুর্থদিনে সাংসদ এক্স হ্যান্ডলে লেখেন, ‘ডায়মন্ড হারবার মডেল হল এমন একটি মডেল যেখানে ক্ষমতার জন্য রাজনীতি নয়, বরং পরিষেবার প্রতিশ্রুতি রয়েছে। যাঁরা অনেক সময়ই অলক্ষ্যে রয়ে যান তাঁদের এক উজ্জ্বল জীবনের আলোয় নিয়ে আসার প্রচেষ্টা আমাদের।’

রবিবার থেকে সোমবার দফায় দফায় কঠিন রোগে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন শিবিরের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। সেই তালিকায় রয়েছে আট থেকে আশি। ‘সেবাশ্রয়’ থেকে উপকৃত হয়েছেন গুরুতর স্ট্রোকে আক্রান্ত ৭০ বছর বয়সী হোসেন মল্লিক থেকে ৯ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত এক কিশোরও। তাঁদের উভয়কেই অন্যত্র রেফার করা হয় রবিবার। সোমবার বাগদা তাজ ক্লাব সেবাশ্রয় শিবিরে আগত দুর্ঘটনাগ্রস্ত ৯ বছর বয়সী সাদিকা সুলতানাকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেবাশ্রয় শিবিরে আগত এক রোগীর ভাষায়, ‘উন্নত চিকিৎসা পেতে লড়াই করতে হয় আমাদের মতো গরিবদের, সেই চিকিৎসা আমরা দুয়ারে বিনামূল্যে পাচ্ছি। সাংসদের কাছে আমরা কৃতজ্ঞ।’ পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবাও প্রদান করছে সেবাশ্রয়।

সার্বিক ভাবে অত্যন্ত পেশাদারি ঢংয়ে শিবিরের অন্দরেই নিখরচায় হচ্ছে ইউএসজি, ডিজিটাল এক্স-রে, কার্ডিয়াক মনিটরিং, চোখের পরীক্ষা, বিএমআই, রক্তচাপ, ব্লাড সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গি, এবং ইসিজি-র মতো অসংখ্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট। চতুর্থদিনে ১৬ হাজারের বেশি মানুষ সেবাশ্রয়ে রেজিস্ট্রেশন করেছেন। অভিষেকের দফতর জানিয়েছে, এদিন ১৫ হাজারের অধিক রোগীর উপস্থিতি এবং ৮ হাজারের অধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ডায়মন্ড হারবারের মোট ৪১টি শিবিরে। ৮,১০৮ জনকে ওষুধ বিতরণ করা হয়েছে। সেই
সঙ্গে ৩৬০ জনকে রেফারও করা হয়েছে অন্যত্র।