• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচার দিলীপ ঘোষের

শালবনী ব্লকের দেউলকুন্ডা থেকে শুরু হয় রোড শো, এর পর কাছারি রোড, হাতিমারি, সৈয়দপুর, সুন্দরা, দক্ষিণশোল, টুরাপাড়া হয়ে কমলা এলাকায় শেষ হয় দিলীপ ঘোষের জনসংযোগ যাত্রা কর্মসূচি।

নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

শনিবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দলের মনোনীত প্রার্থী আইনজীবী শুভজিৎ রায়ের সমর্থনে হুড খোলা গাড়িতে চেপে রোড শো করে নির্বাচনী প্রচার করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডা থেকে বাঁকিবাঁধ অঞ্চলের কমলা পর্যন্ত যান তিনি। তাঁর সঙ্গে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, বিজেপির রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে সহ বিজেপি দলের একাধিক নেতৃত্ব ও দলের নেতা ও কর্মী এবং সমর্থকরা।

 

শালবনী ব্লকের দেউলকুন্ডা থেকে শুরু হয় রোড শো, এর পর কাছারি রোড, হাতিমারি, সৈয়দপুর, সুন্দরা, দক্ষিণশোল, টুরাপাড়া হয়ে কমলা এলাকায় শেষ হয় দিলীপ ঘোষের জনসংযোগ যাত্রা কর্মসূচি। বিজেপি দলের ওই জনসংযোগ কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিলীপ ঘোষ ওই এলাকার বাসিন্দাদের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থীর শুভজিৎ রায় কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আহ্বান জানান।

 

সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে আকণ্ঠ ডুবে রয়েছে, তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ নেই, রয়েছে পুলিশ ও দুষ্কৃতীরা। তাই সকলকে ভোটকেন্দ্রে গিয়ে আগামী ১৩ ই নভেম্বর নির্ভয়ে দলের প্রার্থী শুভজিৎ রায়কে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি আহবান জানান। সেই সঙ্গে দলের নেতাও কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা কোনরকম হামলা করলে তার ফল ভালো হবে না বলে দিলীপ ঘোষ সরাসরি এদিন জানিয়ে দেন। সেই সঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান।