• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

লর্ডস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড!

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। প্রথমে ১০টি এবং পরে ৬টি ইঞ্জিন সমেত দু-দফায় মোট ১৬টি দমকলের ইঞ্জিন পৌঁছোয় ওখানে।

প্রতীকী চিত্র।

ভরদুপুরে ভয়াল অগ্নিকাণ্ড কল্লোলিনী কলকাতায়! ঘটনাস্থল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের নিকটে লর্ডস মোড়ের একটি বাজার।

সূত্র মোতাবেক খবর, দুপুর আন্দাজ ৩টে ১০ নাগাদ স্থানীয়রা বাজারের কাছের একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। বাজারের যে অংশে আগুন লাগে, তার সামনে রয়েছে একাধিক খাবারের দোকান – যার বেশিরভাগই ঝুপড়ি। ফলে, আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

স্থানীয়রা চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। সেই সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর দেওয়া হয় নিকটবর্তী যাদবপুর থানাতেও। দুর্ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশবাহিনী। প্রথমে ১০টি এবং পরে ৬টি ইঞ্জিন সমেত দু-দফায় মোট ১৬টি দমকলের ইঞ্জিন পৌঁছোয় ওখানে।

স্থানীয়রা জানান, তাঁরা কিছু বিস্ফোরণের শব্দও শুনতে পান। অনুমান করা হচ্ছে, বাজারের দোকানগুলির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলোতে আগুন লাগে। ভিতরে প্রচুর অস্থায়ী ঝুপড়ি থাকায় সহজেই আগুন ছড়িয়ে গিয়েছে। আগুনের তীব্রতায় পুড়ে ছারখার হয়ে গিয়েছে বেশ কিছু ঝুপড়ি। সাতটি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের আঁচ পড়েছে নিকটবর্তী ফুটপাতের কিছু স্থায়ী দোকানের উপরেও। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলিও। ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি বলেই জানা গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছোন দমকলের দায়িত্বে থাকা কলকাতা পৌর নিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার। যান মেয়র ফিরহাদ হাকিমও। দমকল দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। যদিও দেবাশিস জানান, এই অভিযোগ সত্যি নয়। দমকল দেরিতে পৌঁছোলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হত।