• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

রাজ্য সম্মেলনে জনসংযোগে জোর সিপিএমের   

জনসংযোগ ঝালিয়ে নিতে দলের আসন্ন রাজ্য সম্মেলনকে পাখির চোখ করেছে সিপিএম। ২০২৫-এর জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিপিএমের ২৭ তম রাজ্য সম্মেলন হতে চলেছে ডানকুনিতে।  দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, এই সম্মেলনে জনতার সঙ্গে জনসংযোগ বাড়ানোই হবে মূল উদ্দেশ্য। চেষ্টা করা হবে জোট বেশ সংখ্যক মানুষকে একত্রিত করা যায়।  এমনকি বিরোধীদের মধ্যেও যাঁরা বাম মনোভাবাপন্ন তাঁরাও এই সম্মেলনে স্বাগত। সেলিমের কোথায় 'বামপন্থার পুনর্জাগরণ ঘটানোই মূল লক্ষ্য।'

জনসংযোগ ঝালিয়ে নিতে দলের আসন্ন রাজ্য সম্মেলনকে পাখির চোখ করেছে সিপিএম। ২০২৫-এর জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিপিএমের ২৭ তম রাজ্য সম্মেলন হতে চলেছে ডানকুনিতে।  দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, এই সম্মেলনে জনতার সঙ্গে জনসংযোগ বাড়ানোই হবে মূল উদ্দেশ্য। চেষ্টা করা হবে জোট বেশ সংখ্যক মানুষকে একত্রিত করা যায়।  এমনকি বিরোধীদের মধ্যেও যাঁরা বাম মনোভাবাপন্ন তাঁরাও এই সম্মেলনে স্বাগত। সেলিমের কোথায় ‘বামপন্থার পুনর্জাগরণ ঘটানোই মূল লক্ষ্য।’
 
শুক্রবার হুগলির চণ্ডীতলায় সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠন করা হয়।  কমিটির সম্পাদক হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য দেবব্রত ঘোষ এবং সভানেত্রী মিতালি কুমার।  সেলিম বলেন, বিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন, নারীর সমান অধিকার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই বামেদের হাতিয়ার হয়ে উঠবে। ট্যাব কেলেঙ্কারি নিয়েও দুর্নীতি ব্যাপক আকার নিয়েছে।  বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির টাকা, স্টাইপেন্ডের টাকা, আবাস যোজনার টাকা ঘিরে যে দুর্নীতির বাতাবরণ তৈরী হয়েছে তাতে সামাজিক নিরাপত্তা ব্যাহত হয়েছে।

 
গত কয়েক বছর ধরেই সিপিএমের অন্দরে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠে আসছে। সেই দাবিকে অগ্রাধিকার দিচ্ছে দল। শাখা, এরিয়া, জেলা এবং রাজ্য কমিটি -এই চার ক্ষেত্রেই তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলের বিভিন্ন স্তরের সম্মেলন শুরুর আগে এই বয়স সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সিপিএম।সর্বভারতীয় স্তরে তো বটেই, পশ্চিমবঙ্গেও তরুণ প্রজন্মকে দলে টানতে আগেই নির্দেশিকা জারি করেছে সিপিএম। নির্দেশিকায় বেঁধে দেওয়া হয়েছে নেতৃত্বের বয়স। এমনকি নির্দেশিকায় বলে দেওয়া হয় সম্মেলনে কমিটি নির্বাচনে ভোটাভুটি হলে ব্যালট পেপারে প্রত্যেকের নামের পাশে বয়সের উল্লেখ থাকতে হবে। রাজ্য সিপিএমের তরফে এই নির্দেশিকা পৌঁছে যায়  বিভিন্ন জেলায়। 
 
সিপিএমে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক পদে মহম্মদ সেলিম বসার পর থেকেই তারুণ্যের জয়গান শোনা গিয়েছে। এবার সেই তরুণ সদস্যদের নথিভুক্ত করতে উদ্যোগী হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। পুজো শেষে এবার রাজ্যে এরিয়া কমিটির সম্মেলন শুরু হবে। ফলে কম বয়সীদের দলে জায়গা দিতে বয়সের বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনও রকম শিথিলতা না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।    
   

নিয়ম মাফিক আগামী বছর সিপিএমের পার্টি কংগ্রেসে পলিটব্যুরো থেকে বিদায় নেবেন সাতজন নেতা-নেত্রী। অর্থাৎ, আগামী এপ্রিলে সর্বভারতীয় স্তরে সিপিএমে তরুণ মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাতেও সিপিএম তরুণ প্রজন্মের নেতানেত্রীদের গুরুত্ব দিতে  এই নির্দেশিকা জারি করে আলিমুদ্দিন স্ট্রিট। 

 ২০২৫ এর  ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএমের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। তার আগে পশ্চিমবঙ্গে শাখা কমিটির সম্মেলন ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।  ৭ ডিসেম্বরের মধ্যে এরিয়া কমিটির সম্মেলন শেষ করতে হবে। জেলা কমিটির সম্মেলন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হবে। রাজ্য সম্মেলন হবে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি।  তবে বিশেষ কারণে বদল ঘটতে পারে সম্মেলনের দিনক্ষণ।