• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

কলকাতায় সংগঠন নিয়ে চিন্তায় সিপিএম

সিপিএমের একাংশের মতে, কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেওয়া কর্মসূচির আয়োজন করা ছাড়া জেলার নিজস্ব আন্দোলন, কর্মসূচি তেমন কিছু থাকছে না।

প্রতীকী চিত্র

সাংগঠনিক দিক থেকে কলকাতায় সিপিএমের অবস্থা শোচনীয়। দলের একাংশের আশঙ্কা, আন্দোলন ও সংগঠনের জোর না-বাড়লে আগামী পুরভোটে কলকাতায় বামেদের আরও বিপন্ন হয়ে পড়তে হবে। আগামী ৪ থেকে ৬ জানুয়ারি কলকাতা জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিএমের জেলা সম্মেলন হতে চলেছে। এই সম্মেলনে কলকাতায় দলের সাংগঠনিক বেহাল দশার বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে শহরে কলকাতা জেলা সিপিএমের কাজকর্ম নিয়ে দলের একাংশের অসন্তোষ রয়েছে। সিপিএমের একাংশের মতে, কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেওয়া কর্মসূচির আয়োজন করা ছাড়া জেলার নিজস্ব আন্দোলন, কর্মসূচি তেমন কিছু থাকছে না। জেলার মানুষের সমস্যার বিষয়ে ধরে আন্দোলনও চোখে পড়ছে না। এসব না হলে পুরভোটে কলকাতায় আরও বিপন্ন হয়ে পড়বে বামেরা। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও এর প্রভাব পড়বে।

গত পুরভোটে বেশ কয়েকটি বুথে স্থানীয় কর্মী দিতে পারেনি বামেরা। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর রয়েছে। দলের একাংশের দাবি, স্থানীয় আন্দোলন ও রাজনৈতিক সক্রিয়তা দেখাতে না পারলে দলের ফলাফল আরও তলানিতে গিয়ে ঠেকবে। আর এই বিষয়ে জেলা সম্মেলনে আলোচনা হতে পারে। জেলার নেতৃত্বকে বেশ কিছু নির্দেশও দেওয়া হতে পারে।