• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মায়ের মৃত্যু, পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে ৫ দিনের প্যারোলে মুক্তি দিল আদালত

মায়ের মৃত্যুর কারণে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায়কে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিল বিশেষ আদালত।

মায়ের মৃত্যুর কারণে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকা অর্পিতা মুখোপাধ্যায়কে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিল বিশেষ আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণের জন্য অর্পিতার প্যারোল মঞ্জুর করা হয়েছে।

২০২২ সালের ২৩ জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই দিন অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। পাশাপাশি উদ্ধার করা হয়েছিল প্রচুর বিদেশি মুদ্রা ও সোনার গয়না।

ওই মাসের ২৭ জুলাই মাসে বেলঘরিয়ার একটি আবাসনে অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। অর্থাৎ, অর্পিতার একাধিক ফ্ল্যাটে অভিযোগ চালিয়ে মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। পাশাপাশি গয়না উদ্ধার হয়েছিল ৫ কোটি ৮ লাখ টাকার।

অর্পিতার বিরুদ্ধে হওয়া মামলাটি এখনও আদালতে বিচারাধীন। এরই মধ্যে মায়ের মৃত্যুর কারণে তাঁর পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণের জন্য অর্পিতার প্যারোল মঞ্জুর করা হল।