• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

নবান্নের কাছে উল্টে গেল মালবোঝাই কন্টেনার

সাতসকালে হাওড়ার মন্দিরতলায় উল্টে গেল মালবোঝাই কন্টেনার। এর ফলে মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী সেতুতে যানচলাচল ব্যাহত হয়।

নবান্নের কাছে বিপত্তি। সাতসকালে হাওড়ার মন্দিরতলায় উল্টে গেল মালবোঝাই কন্টেনার। এর ফলে মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী সেতুতে যানচলাচল ব্যাহত হয়। অফিস টাইমে এই ঘটনা ঘটায় দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, একটি ট্রেলার থেকে কন্টেনার স্লিপ করে রাস্তায় পড়ে গিয়ে বিপত্তি বাধায়। ট্রেলারটি খিদিরপুর থেকে লিলুয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে।

শালিমার থেকে হাওড়ার দিকে যাচ্ছিল কন্টেনার বোঝাই ওই ট্রেলার। নবান্নর সামনে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোড কাজিপাড়ায় জিটি রোডে মিশছে। ভুলবশত সেই রাস্তা না ধরে ট্রেলারের চালক মন্দিরতলার দিকের রাস্তা ধরেন। ভোর সাড়ে ৪টে নাগাদ মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে কোনওভাবে ট্রেলার থেকে কন্টেনারটি পড়ে যায়। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকেরা যান এলাকায়।

দেখা যায়, আড়াআড়ি ভাবে মন্দিরতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় পড়ে রয়েছে কন্টেনারটি। এর ফলে সকাল থেকে মন্দিরতলা রুটের সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত গাড়ি আটকে পড়ে। পুলিশ একটি ছোট ক্রেন এনে প্রথমে কন্টেনারটি তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। মালবোঝাই কন্টেনারটি বেশ ভারী হওয়ায় সেটিকে সরাতে সমস্যা হচ্ছিল। পরে বড় ক্রেন এনে কন্টেনারটি তোলা হয়।