• facebook
  • twitter
Monday, 13 January, 2025

চিন্ময়ের আইনজীবীর অবস্থা স্থিতিশীল

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়ছেন রবীন্দ্র ঘোষ। নিজের জন্য প্রথমে মামলা লড়ার জন্য আইনজীবী পাননি বাংলাদেশের এই সংখ্যালঘু নেতা।

আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ ও ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ। ফাইল চিত্র

২ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশে চট্টগ্রামে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের জামিনের শুনানি। কিন্তু তার আগেই তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ ভর্তি এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর আগের চেয়ে সুস্থ থাকলেও বুকে এখনও চিনচিনে ব্যথা রয়েছে আইনজীবীর। মঙ্গলবার রাতেই বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হওয়ার পর বুধবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে দেখে গেছেন। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।

মূলত তিনটি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি রয়েছে মূত্রাশয়ের সমস্যা। এছাড়া অতীতে তাঁর বেশ কয়েকটা অস্ত্রোপচার হয়েছিলো, সেই সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বর্ষীয়ান আইনজীবীর। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়ছেন রবীন্দ্র ঘোষ। নিজের জন্য প্রথমে মামলা লড়ার জন্য আইনজীবী পাননি বাংলাদেশের এই সংখ্যালঘু নেতা। এরপর আইনজীবী রবীন্দ্র ঘোষ স্বতঃপ্রণোদিত হয়ে তাঁর হয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু চলতি মাসে দেশে ফিরে ব্যারাকপুরে ছেলের বাড়িতে থাকছিলেন রবীন্দ্র। মঙ্গলবার তাঁর বুকে ব্যথা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আইনজীবী জানিয়েছেন, মামলা নিয়ে চিন্তা হচ্ছে। ‘অসুস্থ হয়ে পড়ায় ফেরা অনিশ্চিত। তবে ২০ জন আইনজীবী দিয়েছি।’