• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

জগন্নাথ মন্দিরের কাজ দেখতে দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধায়সভায় গিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে এই কথা জানান তিনি।

জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধায়সভায় গিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে এই কথা জানান তিনি। দিনক্ষণ এখনও জানানো না হলেও সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, জগন্নাথ মন্দিরের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে ১৫ ডিসেম্বর দিঘাতে যাচ্ছেন মমতা।

সোমবার বিধানসভায় ঢুকে রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে দেখা হয় মমতার। অখিলকে দেখেই মমতা জগন্নাথ মন্দিরের বিষয়ে জানতে চান। মমতার প্রশ্নের জবাবে বিধায়ক জানান, দ্রুত গতিতে মন্দিরের কাজ এগোচ্ছে। এই নিয়ে আলোচনার সময় মমতা অখিলকে জানান, শীঘ্রই তিনি নিজে দিঘা গিয়ে মন্দিরের কাজ খতিয়ে দেখবেন। তবে কবে তিনি দিঘায় যাবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বললেননি মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৯ সালে দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির কোথায় তৈরি হবে তা নিয়ে প্রাথমিক পর্যায়ে অস্থিতরতা তৈরি হয়েছিল। প্রথমে ঠিক হয়েছিল, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে এই মন্দিরটি তৈরি করা হবে। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু পরে জায়গা নিয়ে বনদপ্তরের সঙ্গে সমস্যা তৈরি হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। এরপর নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে নতুন করে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। সেখানেই ২২ একর জায়গার মধ্যে মন্দিরটি নির্মিত হচ্ছে। মন্দির নির্মাণের জন্য রাজ্য সরকার ১৫০ কোটি টাকা খরচ করছে। ২০২৪ সালের এপ্রিল মাসে মন্দিরটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও পর্যন্ত উদ্বোধন সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে নিজে গিয়ে মন্দিরের কাজ খতিয়ে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।