• facebook
  • twitter
Saturday, 16 November, 2024

বাংলার ৫ পুলিশ আধিকারিককে সম্মানিত করল কেন্দ্র

আরজি কর ঘটনার আবহে সম্প্রতি কল্যাণীতে ঘটে যায় আরও একটি পৈশাচিক গণধর্ষণের ঘটনা। পুলিশ ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি বারবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। দুর্নীতি রোধ ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধীরা পুলিশকে তৃণমূলের ‘ক্যাডার’ বলে অভিহিত করেছে। কিন্তু সমস্ত অভিযোগের মধ্যেও কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের পাঁচ পুলিশ আধিকারিককে সম্মানিত করে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে। তদন্তে দক্ষতার জন্য এই পাঁচ পুলিশ আধিকারিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পুরস্কৃত করল। ‘কেন্দ্রীয় দক্ষতা পদক ২০২৪’ নামক এই পুরস্কারে স্পেশাস ইনভেস্টিগেশন ফিল্ড-এ এই পদক পাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার দীপাবলির দিন এই পুরস্কার ঘোষণা করা হয়।

সম্মানিত এই পাঁচ আধিকারিক হলেন,
* সাব-ইনস্পেক্টর উচ্ছলকুমার নস্কর
* দেবরাজ নাথ
* সৌরভ মিত্র
* সহকারী সাব-ইনস্পেক্টর শান্তনু নন্দন রাউত
* কিংশুক পাইন
এই পাঁচজনের পাশাপাশি, অনিমেষ গিরিও পুরস্কৃত করা হচ্ছে। তিনি রাজ্য পুলিশের একজন কনস্টেবল।

উল্লেখ্য, আরজি কর ঘটনার আবহে সম্প্রতি কল্যাণীতে ঘটে যায় আরও একটি পৈশাচিক গণধর্ষণের ঘটনা। পুলিশ ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এছাড়াও একাধিক প্রতারণার মামলাতেও দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। গুরুত্বপূর্ণ তদন্তের জন্য একই বিভাগে পুরস্কৃত করা হয়েছে কনস্টেবল অনিমেষ গিরিকেও। রাজ্য পুলিশ ছাড়াও এই সম্মান প্রাপ্তির তালিকায় রয়েছেন বেশ কিছু জওয়ান। খুব দ্রুত যোগ্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।