ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। গ্রেপ্তার ২ যুবক। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নদিয়ার কল্যাণী থানার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কাজের সন্ধানে সোহাগ মীর ও প্রণয় জয়ধর নামে দুই যুবক বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তাঁদের কাছে বৈধ কোনো কাগজ নেই। তাই তাঁদের গ্রেপ্তার করে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পু
লিশ সূত্রে আরো খবর, গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী অনুকূল মোড় এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সোহাগ ও প্রণয় এক অপরকে চেনে না। এরা নিজেদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিল।
ধৃত সোহাগ মীর বলেন, স্বরূপনগর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করেছি। কাজের সন্ধানে ভারতে এসেছিলাম। এই ঘটনায় পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।