• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সমাজের বিভিন্ন স্তরের সেই সব মানুষকে সম্মান জানানো, যাঁরা স্ব-স্ব ক্ষেত্রে কৃতি এবং বলা চলে তাঁদের নিজস্ব ক্ষেত্রের বাইরে গিয়েও সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন।

নিজস্ব চিত্র

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল ‘অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’। লেকটাউনের রোজ ব্যাঙ্কোয়েটে এই অনুষ্ঠানে সম্মানিত হলেন সমাজের ভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য মানুষেরা। চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে প্রশাসনিক জগৎ এবং শিক্ষার জগতের মানুষদের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সমাজের বিভিন্ন স্তরের সেই সব মানুষকে সম্মান জানানো, যাঁরা স্ব-স্ব ক্ষেত্রে কৃতি এবং বলা চলে তাঁদের নিজস্ব ক্ষেত্রের বাইরে গিয়েও সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন। সর্বোপরি মানুষকে পাশে নিয়ে চলতে পেরেছেন। তাই দিনের শেষে তাঁরা অ্যাচিভ করেছেন সম্মান, শ্রদ্ধা আর বিশ্বাস। এইরকম কিছু মানুষকে সম্মান জানাতেই অতনু রায় এবং দীপাঞ্জন ঘোষের ভাবনায় এই অনুষ্ঠানে।

পুরস্কার প্রাপকের তালিকায় ছিলেন কলকাতা পুলিশের এসিপি হেডকোয়ার্টার অলোক সান্যাল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সিইও ড. সুজয় বিশ্বাস, অভিনেতা-পরিচালক মানসী সিনহা, অভিনেতা কাঞ্চনা মৈত্র, রিমঝিম গুপ্ত, ঋষভ বসু, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা তারিন জাহান, অনিন্দিতা সরকার, ব্রিটিশ অভিনেতা আলেকজান্ড্রা টেলর, প্রযোজক শুভঙ্কর মিত্র এবং নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলী ।