• facebook
  • twitter
Saturday, 11 January, 2025

হাজরায় গাড়ির ওপর উপড়ে পড়ল গাছ, বরাতজোরে রক্ষা ৫ যাত্রীর

ব্যস্ত রাস্তায় উপড়ে পড়ল একের পর এক গাছ। বরাতজোরে রক্ষা পেলেন পাঁচজন। শনিবার রাতে দক্ষিণ কলকাতার হাজরা রোডে দুটি চলন্ত গাড়ির ওপর আচমকা উপরে পড়ে গাছ।

ব্যস্ত রাস্তায় উপড়ে পড়ল একের পর এক গাছ। বরাতজোরে রক্ষা পেলেন ৫ জন। শনিবার রাতে দক্ষিণ কলকাতার হাজরা রোডে দুটি চলন্ত গাড়ির ওপর আচমকা উপড়ে পড়ে গাছ। এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। প্রায় ৫০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা। গাছ কেটে উদ্ধার করা হয় দুটি গাড়ির ভিতর থাকা ৫ জন যাত্রীকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাছগুলি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ছিল। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র পারিষদ অসীম কুমার বসু। তিনি বলেন, ‘যত পুরনো গাছই হোক না কেন তা কাটতে পারে না পুরসভা। বড়জোর গাছের ডালপালা ছেঁটে ফেলতে পারে।’