• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবার ওষুধেই যক্ষ্মা নিরাময়, শিশুদের চিকিৎসায় অনুমোদন

দিল্লি, ১৪ এপ্রিল– পৃথিবী জুডে় যক্ষ্মা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেডে়ই চলেছে৷ আর এবার ওষুধেই সেরে উঠবে যক্ষ্মা রোগ৷ সম্প্রতি সেই অনুমোদন মিলেছে৷ যার ফলে আগামীদিনে শিশুদের যক্ষ্মা রোগের চিকিৎসায় আরও সুবিধা হবে বলে মনে করছেন চিকিৎসকেরা৷ সমীক্ষায় দেখা গিয়েছে, শিশুদের মধ্যে টিবি-র ঝুঁকি ক্রমশ বাড়ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রত্যেক বছর বিশ্বের ১৪ লক্ষ

দিল্লি, ১৪ এপ্রিল– পৃথিবী জুডে় যক্ষ্মা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেডে়ই চলেছে৷ আর এবার ওষুধেই সেরে উঠবে যক্ষ্মা রোগ৷ সম্প্রতি সেই অনুমোদন মিলেছে৷ যার ফলে আগামীদিনে শিশুদের যক্ষ্মা রোগের চিকিৎসায় আরও সুবিধা হবে বলে মনে করছেন চিকিৎসকেরা৷

সমীক্ষায় দেখা গিয়েছে, শিশুদের মধ্যে টিবি-র ঝুঁকি ক্রমশ বাড়ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রত্যেক বছর বিশ্বের ১৪ লক্ষ মানুষের মৃতু্য হয় যক্ষ্মা রোগে৷ যার মধ্যে ৬০ শতাংশ শিশু৷ আসলে শিশুদের যক্ষ্মা রোগের ওষুধ সীমিত থাকায় সার্বিকভাবে চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়৷ আর সেই সমস্যার সুরাহাই মিলবে এবার৷

যক্ষ্মা রোগের প্রচলিত ওষুধগুলি সাধারণত বডি় আকারে রয়েছে যা শিশুদের গিলতে অসুবিধা হয়৷ সমস্ত দিক বিচার করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি শিশুরা সহজে খেতে পারবে এমন ওষুধ বানানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে৷

শিশুদের জন্য যক্ষ্মা রোগে ‘ওরাল ড্রাগ’-এর অনুমোদন শিশু চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে৷ যার জন্য ওষুধ কোম্পানিগুলি সরকারি হেলথকেয়ার সংস্থার সঙ্গে কাজ করেছে৷ অবশেষে মিলেছে সাফল্য৷ শিশুদের টিবি রোগের ওষুধের অনুমোদন মিলেছে৷

যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমজোর, তাঁদের ক্ষেত্রে অনেকটাই বেড়ে যায় যক্ষ্মার আশঙ্কা৷ তাই শিশু এবং বৃদ্ধরাই যক্ষ্মা রোগে বেশি আক্রান্ত হয়৷ শুধু ফুসফুস নয়, ফুসফুসের আবরণী, লসিকাগ্রন্থি, যকৃত, বৃক্ক, মস্তিষ্ক, অন্ত্র, হাড় এমনকি ত্বকেও হতে পারে যক্ষ্মা৷ তবে ফুসফুসে যক্ষ্মা সংক্রমণের হার সবচেয়ে বেশি৷ যেহেতু এই জীবাণুর সংক্রমণ ক্ষমতা খুব বেশি, তাই ঘিঞ্জি ও অপরিষ্কার স্থানে বসবাস করলে ও পরিচ্ছন্নতা বজায় না রাখলে বাড়ে রোগ সংক্রমণের আশঙ্কা৷