দাঁতে আর চোয়ালের ব্যাথাও কিন্ত হার্ট অ্যাটাকের লক্ষণ
আজকাল হার্ট অ্যাটাকের সমস্যা প্রচুর পরিমাণে বেডে়ছে৷ রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার প্রাথমিক উপসর্গ হল, একটু হাঁটা-চলা করলে বা একটু বেশি কাজ করলেই হাঁফিয়ে পড়বেন৷ হাঁফিয়ে পড়ার অবশ্য আরও নানা কারণ থাকতে পারে৷ তাই রক্ত পরীক্ষা করার না করলে কোলেস্টেরল বাড়লে অনেকেই বুঝতে পারেন না৷ এখন আর হার্ট অ্যাটাকের আলাদা করে কোনও বয়স হয় না৷ যে