• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ শান্তনু সেনের

'আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমি দাঁড়াব না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের অনেক বরিষ্ঠ চিকিৎসক, প্রবীণ নেতা আমাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। তাই এই সিদ্ধান্ত।'

ডাঃ শান্তনু সেন। ফাইল চিত্র

আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ করলেন ডা. শান্তনু সেন। আরজি কর কাণ্ডের আবহে শান্তনু মন্তব্য করেছিলেন, ‘চিকিৎসকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয়।’ এরপরই জল্পনা ছড়িয়েছিল যে তিনি এই পদে আর লড়বেন কি না। কিন্তু এবিষয়ে সিদ্ধান্ত বদল করলেন শান্তনু।

উল্লেখ্য, গত ৫ বছর ধরে আইএমএ–র রাজ্য সম্পাদকের পদ সামলেছেন শান্তনু সেন। আরজি কর কাণ্ডের আবহে ২২ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার নির্বাচনে তিনি আর লড়বেন না। চিকিৎসক সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি। কিন্তু দুই মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলালেন শান্তনু। এবিষয়ে শান্তনু বলেন, ‘আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমি দাঁড়াব না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের অনেক বরিষ্ঠ চিকিৎসক, প্রবীণ নেতা আমাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। তাই এই সিদ্ধান্ত।’
শান্তনু সেন আরও বলেন, ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ১৬০টি ব্রাঞ্চ আছে। একাধিক শাখা থেকে আমায় নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। তাদের অনুরোধ আমি ফেলতে পারিনি। নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’