• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উফ গরম এলেই তেলতেলে ত্বক, মুক্তি যেভাবে 

চলছে বসন্ত মাস৷ এরপর শুরু হবে হাঁসফাঁস গরম৷ প্যাচপ্যাচে ঘাম তারসঙ্গে গোটা শরীর যেন তেলে মাখামাখি৷ আর গরমে যাদের ত্বক তৈলাক্ত তারা পড়েন বিপদে৷ কারণ ত্বকে অতিরিক্ত তেল ও ময়লা জমে বাড়ে ব্রণের প্রকোপ৷  তবে সঠিকভাবে যত্ন নিলে তেলতেলে ত্বকেরও সুরক্ষা করা সম্ভব৷ আসুন জেনে নিই তেলতেলে ত্বকের যত্ন ১. ত্বক পরিষ্কার করা, টোনার ব্যবহার

চলছে বসন্ত মাস৷ এরপর শুরু হবে হাঁসফাঁস গরম৷ প্যাচপ্যাচে ঘাম তারসঙ্গে গোটা শরীর যেন তেলে মাখামাখি৷ আর গরমে যাদের ত্বক তৈলাক্ত তারা পড়েন বিপদে৷ কারণ ত্বকে অতিরিক্ত তেল ও ময়লা জমে বাড়ে ব্রণের প্রকোপ৷  তবে সঠিকভাবে যত্ন নিলে তেলতেলে ত্বকেরও সুরক্ষা করা সম্ভব৷

আসুন জেনে নিই তেলতেলে ত্বকের যত্ন
১. ত্বক পরিষ্কার করা, টোনার ব্যবহার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে৷
২. গ্রিন টি টোনার ব্যবহার করতে পারেন৷ এটি অতিরিক্ত তেল দূর করবে৷ ময়েশ্চারাইজার অবশ্যই যেন অয়েল ফ্রি হয়৷
৩. মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে সপ্তাহে একদিন ঘরে তৈরি স্ক্রাবার ব্যবহার করুন৷
৪. তৈলাক্ত ত্বকে কিন্ত্ত ব্ল্যাকহেডস জমে বেশি৷ মুলতানি মাটি, লেবু, কমলার খোসা, শসা, টকদই ইত্যাদি ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে৷ এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার রাখতেও কার্যকর৷
৫. ব্লটিং পেপার ছোট ছোট অংশে কেটে গ্রিন টি লিকারে ভিজিয়ে রেখে দিন৷ তেল বা ঘাম জমলে এটি দিয়ে মুছে নিন৷
৬. তেলতেলে ত্বকে অতিরিক্ত মেকআপ করবেন না৷
৭. অতিরিক্ত তেল-মসলা দেয়া খাবার না খেয়ে খাদ্য তালিকায় রাখুন তাজা ফল ও শাকসবজি৷