গত এক দশকে স্বাস্থ্যখাতে দেড় লক্ষ কোটি টাকা লগ্নি করেছে রাজ্য। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার উন্নতির স্বার্থে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে রাজ্য সরকার।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য প্রভূত বিনিয়োগ করেছে রাজ্য। মমতার আমলে এ পর্যন্ত রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা ১১ থেকে বেড়ে হয়েছে ৩৫টি। এমবিবিএস–এ আসন সংখ্যা ১৩০০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজারেরও বেশি। এছাড়াও প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়েছে একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। উন্নতি সাধন করা হয়েছে ব্লক স্তরের হাসপাতালগুলির। এর ফলে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে সাধারণ মানুষের।
কয়েকবছর আগে থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কার্ড চালু করেছে রাজ্য সরকার। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার সরকারের কাছ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা করে পায়।
এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন রাজ্যের ২.৫ কোটি পরিবার। মমতার আমলে রাজ্যের সব হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে। এসব দোকানে ৬০–৭০ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রয় করা হয়। রাজ্যবাসীকে এই সকল পরিষেবা প্রদান
করার জন্য গত ১০ বছরে রাজ্য সরকার দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে।