মুদি দোকানে ওষুধ বিক্রির প্রস্তাব কেন্দ্রের, আপত্তি বিসিডিএ’র

নিজস্ব প্রতিনিধি— অ্যান্টিবায়োটিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ড্রাগ, নেজাল স্প্রে এবং আরও কিছু প্রায় ৪০০টি কম্পোজিশনের ‘ওভার দ্য কাউন্টার ড্রাগস’ ওটিসি জেনারেল স্টোর ও গ্রসারি স্টোরের মাধ্যমে বিক্রির বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রস্তাব রেখেছে৷ এর তীব্র বিরোধিতা করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএ)৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিসিডিএ’র প্রেসিডেন্ট শঙ্খ রায়চৌধুরি বলেন, কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে৷ কারণ, এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্টের তদারকির অভাব হবে এবং ওষুধের অপব্যবহারের সম্ভাবনাও থাকবে৷ এছাড়া এই পদক্ষেপ দেশে বর্তমানে চালু ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনকেও লঙ্ঘন করবে এবং ফার্মেসি নিয়মাবিধি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ সহ প্রাসঙ্গিক আইনি ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাবে৷

কেন্দ্রীয় সরকার ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনের তফসিল-কে ধারাটিকে সংশোধনের মাধ্যমে ওটিসি ওষুধগুলিকে ভারতে আনার জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে এবং প্রেসক্রিপশন ছাড়াই জেনারেল স্টোর ও গ্রসারি স্টোরের মাধ্যমে সেগুলিকে বিক্রির জন্য অনুমতি দিতে চাইছে৷

বিসিডিএ’র সাধারণ সম্পাদক সজল গঙ্গোপাধ্যায় বলেন, সঠিক নিয়মনীতি ছাড়া ওটিসি ওষুধ বিক্রির অনুমতি দেওয়া গুরুতর সমস্যা তৈরি করবে৷ এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণভাবে মানুষের নিজেই ওষুধ নির্বাচন, ওষুধ সংরক্ষণের ব্যবস্থা না রাখা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিলম্বিত প্রচেষ্টা৷ তিনি আরও জানান, ফার্মাসিস্টরা রোগীদের ওষুধের ব্যবহার, ডোজ এবং প্রতিটি ওষুধের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷ ফার্মাসিস্টদের অনুপস্থিতিতে ওষুধের ঝুঁকিপূর্ণ ব্যবহারে প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে৷


জেলাশাসককে চেয়ারম্যান করে একটি জেলাস্তরের নজরদারি টিম গঠনের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তেও উদ্বেগ প্রকাশ করেছে বিসিডিএ৷