ভারতের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির আওতায় বিনামূল্যে যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসা সত্ত্বেও, প্রায় অর্ধেক সংক্রামিত মানুষ হাসপাতালে ভর্তির কারণে বিপুল অঙ্কের খরচ বহন করেন। জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির (এনটিইপি) লক্ষ্য হল ২০২৫ সালের মধ্যে ভারতকে যক্ষ্মা মুক্ত করা, অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএই- চও) ‘যক্ষ্মা অবসান কৌশল’-এর লক্ষ্য হল ২০৩৫ সালে বিশ্বব্যাপী মহামারীর অবসান ঘটানো। ভারতে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিদের (পিডব্লিউটিবি) প্রধানত উৎপাদনশীলতা হ্রাস এবং হাসপাতালে ভর্তির কারণে উচ্চ খরচ বহন করতে হয়। হাসপাতালে ভর্তির সময়- মোট ব্যয়ের ৩৪ শতাংশ। উপরন্তু, ৬০ বছরের কম বয়সী সংক্রামিত ব্যক্তিরা, যাদের স্বাস্থ্য বীমা নেই তারা উচ্চতর ব্যয়ের সম্মুখীন হচ্ছেন।