লস অ্যাঞ্জেলস, ১৪ ফেব্রুয়ারি– মানবদেহে বুবোনিক প্লেগ ছডি়য়ে পড়তেই ফের মহামারির আতঙ্ক জাঁকিয়ে বসল বিশ্বে৷ সদ্য মার্কিন মুলুকেই হদিশ মেলা বুবোনিক প্লেগ নিয়ে এই আতঙ্ক৷ উল্লেখ্য, এই বুবোনিক প্লেগেই চতুর্দশ শতাব্দীতে ৫ কোটিরও বেশি মানুষের মৃতু্য হয়েছিল৷ মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওরেগনে মানব শরীরে বুবোনিক প্লেগের হদিস পাওয়া গিয়েছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পোষ্য বিড়াল থেকেই মানব শরীরে ছডি়য়ে পডে়ছে এই বিরল রোগ৷
অত্যন্ত বিরল এই রোগ৷ অতীতে এর কোনও চিকিৎসা না থাকলেও, বর্তমানে সঠিক সময়ে সংক্রমণ ধরা পড়লে তা চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব৷ তবে চিকিৎসকরাও এই প্লেগকে অত্যন্ত ভয়ঙ্কর বলেই ব্যাখ্যা করেছেন৷ ওরেগনের ওই আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করা হলেও, তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে৷ প্রাথমিকভাবে চিকিৎসক ও গবেষকদের অনুমান, পোষ্য বিড়াল থেকেই বুবোনিক প্লেগ ছডি়য়েছে৷ আক্রান্তের বা ওই পোষ্যের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং সংক্রমণ আটকাতে ওষুধ দেওয়া হয়েছে৷
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণ দেহে প্রবেশের আটদিন বাদে, উপসর্গ দেখা দেয়৷ সাধারণত প্লেগে আক্রান্ত পশু বা মাছি থেকেই সংক্রমণ ছড়ায়৷ বুবোনিক প্লেগের অন্যতম উপসর্গ হল জ্বর, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, শরীরে শিহরণ ও পেশিতে ব্যথা হওয়া৷ সঠিক সময়ে ধরা না পড়লে বুবোনিক প্লেগ সেপ্টিসেমিক প্লেগেও পরিণত হতে পারে, যা শরীরের ধমনীকে সংক্রামিত করে৷ এছাড়া নিউমোনিক প্লেগও হয়, যেখানে ফুসফুস সংক্রমিত হয়৷ উভয় সংক্রমণই অত্যন্ত গুরুতর৷