• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শীত-গ্রীষ্মে একই ফেসওয়াশ কখনই নয়

ব্রণ বা ধুলো-বালি থেকে এলার্জির সমস্যা আছে এমন অনেকে সারা বছর মুখ ধুয়ে পরিষ্কার রাখতে ফেসওয়াশ ব্যবহার করেন৷ আবার ‌ে বশিরভাগ মানুষই  শীত-গ্রীষ্ম একই ফেসওয়াশ ব্যবহার করেন৷ অর্থাৎ গরমকালে যে ফেসওয়াশ ব্যবহার করেছেন, শীতকালেও সেই ফেসওয়াশ ব্যবহার করেন৷ এ বিষয়ে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. সুস্মিতা কর জানালেন শীতে একই ফেসওয়াস ব্যবহারে কতটা ক্ষতি করতে

ব্রণ বা ধুলো-বালি থেকে এলার্জির সমস্যা আছে এমন অনেকে সারা বছর মুখ ধুয়ে পরিষ্কার রাখতে ফেসওয়াশ ব্যবহার করেন৷ আবার ‌ে বশিরভাগ মানুষই  শীত-গ্রীষ্ম একই ফেসওয়াশ ব্যবহার করেন৷ অর্থাৎ গরমকালে যে ফেসওয়াশ ব্যবহার করেছেন, শীতকালেও সেই ফেসওয়াশ ব্যবহার করেন৷
এ বিষয়ে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. সুস্মিতা কর জানালেন শীতে একই ফেসওয়াস ব্যবহারে কতটা ক্ষতি করতে পারে৷
এ ধরনের ফেসওয়াশ ত্বকের জন্য অনেক কড়া৷ ফেসওয়াশ কড়া হলে আমাদের ত্বকের ওপরের লেয়ারে যে জল থাকে সেটা কমিয়ে দেয়৷ এমনকি ত্বকের নিচের কয়েকটা লেয়ার পর্যন্ত শুষ্ক করে ফেলে৷ এজন্য গরমে যেসব ফেসওয়াশ ব্যবহার করেন, সেগুলো শীতে ব্যবহার না করার পরামর্শই দিলেন তিনি৷
শীতে জেল বেইজড কিছু ফেসওয়াশ ব্যবহার করতে পারেন৷ এগুলি সাধারণত সব জায়গাতেই পাওয়া যায়৷ ট্রাইজেরা (Trixera) জেল নিউট্রেড নামের একটা ফেসওয়াশ পাওয়া যায়৷ এটা একটা নিউট্রিশন ফেসওয়াশ৷ যাদের ব্রণের ত্বক, তারা এটা ব্যবহার করতে পারেন৷
আর যাদের মুখে ব্রণ নেই, তারা যে কোনো একটি সফট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন৷ শীতকালে সেরাভি (Cerave) ফেসওয়াশ ব্যবহার ত্বকের জন্য খুবই ভালো৷ এছাড়া যেসব ফেসওয়াশে ইউরিয়া, গ্লিসারিন আছে সেগুলো দেখে কিনবেন৷ কারণ এগুলো ত্বকের জন্য ভালো৷
শীতকালে বেশি গরম জল দিয়ে বেশি সময় স্নান করবেন না৷ স্নানের পর শরীর ভেজা থাকতেই একটু তেল মাখতে পারেন৷ অথবা যে কোনো একটি হাইড্রেটিং লোশন মাখতে পারেন৷ এগুলোর মধ্যে জলের আদ্রতা ধরে রাখার সামর্থ্য আছে৷