কলকাতা, ১৫ সেপ্টেম্বর :
রাজ্যে ক্রমশ ডেঙ্গির প্রকোপ ক্রমবর্ধমান। সেই ডেঙ্গি থাবায় হাসপাতালে যেতে হল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে । গতকাল ক্যামাক স্ট্রিটের উপর একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। এইমুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন কলকাতার সিপি। এরপর পরীক্ষা করাতে গিয়েই রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। তারপরই আর বিন্দুমাত্র দেরি না করে বুধবার সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
স্বাস্থ্য দফতরের তরফে শহরবাসীর জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তদের প্লেটলেট না কমলেও সবসময় সতর্ক থাকতে হবে। রোগীর শরীরে হাইড্রেশনের মাত্রার দিকেও নজর রাখার কথা বলেছে স্বাস্থ্য দফতর। অন্তত এক সপ্তাহ ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে ৫৩৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮৫ জন।