• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভেক পাল্টে ফের হাজির ‘পিরোলা’ করোনা

নিউ ইয়র্ক, ১৮ নভেম্বর–  করোনা নামটি শুনলেই আত্মরাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড় এখনও৷ যদিও ২০১৯ থেকে যে ভাইরাস মহামারি ছড়িয়ে প্রাণ নেয় লক্ষ-লক্ষ মানুষের তা ২০২২-এর শেষের দিক থেকে তার অস্তিত্ব না থাকার পথেই ছিল৷ কিন্তু এই ২০২৩ এর শেষ প্রান্তে এসে দেখা গেল সেই ভাইরাসের আরও একটি নতুন চেহারার কথা৷ নতুন উপসর্গ নিয়ে নাকি হাজির

নিউ ইয়র্ক, ১৮ নভেম্বর–  করোনা নামটি শুনলেই আত্মরাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড় এখনও৷ যদিও ২০১৯ থেকে যে ভাইরাস মহামারি ছড়িয়ে প্রাণ নেয় লক্ষ-লক্ষ মানুষের তা ২০২২-এর শেষের দিক থেকে তার অস্তিত্ব না থাকার পথেই ছিল৷ কিন্তু এই ২০২৩ এর শেষ প্রান্তে এসে দেখা গেল সেই ভাইরাসের আরও একটি নতুন চেহারার কথা৷ নতুন উপসর্গ নিয়ে নাকি হাজির হচ্ছে করোনা৷ BA.2.86 নামে ওই স্ট্রেনের নাম দেওয়া হয়েছে পিরোলা৷ এটি অজানা উপসর্গ নিয়ে অত্যন্ত দ্রুত বিস্তারলাভ করতে পারে, তাই নয়, নতুন সব উপসর্গও নিয়ে এসেছে এটি৷ এই স্ট্রেনের সঙ্গী জ্বর-কাশিই তো রয়েছেই৷
তবে আগের করণোর প্রাথমিক উপসর্গ যেমন, গন্ধের অনুভূতি চলে যাওয়া, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি বদলাতে শুরু করেছে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পিরোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়রিয়া, হাতে-পায়ে ব্যাথা, জ্বর, ক্লান্তি, গলা ব্যাথ্যা৷ এছাড়াও পিরোলা আক্রান্তদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া, চামড়া র্যাশের মতো উপসর্গও দেখা যাচ্ছে৷ ভাইরাসের প্রভাব পড়ছে শ্বাসনালী ও কন্ঠস্বরেও৷
ইউকে হেল্থ সিকিউরিটি এজেন্সির তরফ থেকে চিকিৎসক জেনি হ্যারিস জানিয়েছেন, ভাইরাসের এভাবে চেহারা বদলানো অস্বাভাবিক কিছু নয়৷ মহামারী চলে গেলেও ভাইরাসের অস্তিত্ব থাকেই৷ তাই এ ক্ষেত্রে দ্রুত প্রতিষেধক নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সব স্ট্রেনের ক্ষেত্রেই এই একই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা৷ এছাড়া মাস্ক পরার মতো সব সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে৷ এছাড়া উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানো জরুরি৷