• facebook
  • twitter
Monday, 7 April, 2025

চিতল মাছের মুইঠ্যা তো খেয়েছেন, এবার চেখে দেখুন চিংড়ি মাছের মুইঠ্যা!

ভোজনরসিক বাঙালির মাছ ছাড়া খুব একটা চলে না। সামনে যে খাবারই থাকুক না কেন, তাঁরা তৃপ্তি করে খান। খাদ্যপ্রেমী বাঙালির জন্য রইল চিংড়ির মাছের মুইঠ্যা। চিতল মাছের মুইঠ্যা প্রায় সকলেই খেয়েছেন। কিন্তু চিংড়ির মুইঠ্যা হয়তো অনেকেরই অজানা। এবার চেখে দেখুন চিংড়ি মাছের মুইঠ্যা। জেনে নিন কিভাবে বানাবেন এই সহজ রেসিপি। উপকরণ:- •৫০০ গ্রাম মাঝারি সাইজের

ভোজনরসিক বাঙালির মাছ ছাড়া খুব একটা চলে না। সামনে যে খাবারই থাকুক না কেন, তাঁরা তৃপ্তি করে খান। খাদ্যপ্রেমী বাঙালির জন্য রইল চিংড়ির মাছের মুইঠ্যা। চিতল মাছের মুইঠ্যা প্রায় সকলেই খেয়েছেন। কিন্তু চিংড়ির মুইঠ্যা হয়তো অনেকেরই অজানা। এবার চেখে দেখুন চিংড়ি মাছের মুইঠ্যা। জেনে নিন কিভাবে বানাবেন এই সহজ রেসিপি।
উপকরণ:-
•৫০০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ
•আলু সেদ্ধ
•পেঁয়াজ ও রসুন কুচি
•১টি টম্যাটো কুচি
•আদা কুচি আদা
•রসুন বাটা
•কাঁচা লঙ্কা বাটা
•লঙ্কা গুঁড়ো
•হলুদ গুঁড়ো
•ধনে গুঁড়ো
•নারকেল দুধ
•পাতিলেবুর রস
•কয়েকটা কাজুবাদাম
•গোটা গরম মশলা
•১টা তেজপাতা
•ধনেপাতা কুচি
•স্বাদমতো চিনি ও নুন
•পরিমাণমতো সর্ষে তেল
পদ্ধতি:-
চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর চিংড়িমাছগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিন। চিংড়ির সঙ্গে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, আদা ও রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা ও নুন মাখিয়ে নিন। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বড়ার মতো গড়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি হালকা ভেজে নিন। তারপর তাতে দিয়ে দিন কাজুবাদাম ও টম্যাটো কুচি। আরও একটু ভেজে নিন সবকটা উপকরণ। তারপর অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর সব বাটা মশলা দিয়ে দিন। বাটা মশলা হালকা ভেজে নিয়ে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিন। সামান্য জলও দেবেন। এবার মশলা ভালো করে কষাতে থাকুন।  মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ঝোল ফুটতে দিন। চিংড়ির বড়াগুলো ঝোলে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুটতে দিন। তারপর আঁচ বন্ধ করে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের মুইঠ্যা।

News Hub